বিবাহ কোন দিকে হবে by Wedding Astrologer in India
June 16, 2022
বিবাহ কোন দিকে হবে by Wedding Astrologer in India
এইটি খুব সাধারণ প্রশ্ন, চিরকালের প্রশ্ন, অভিভাবক বা জাতক-জাতিকাদের মনে সব সময় এই প্রশ্ন ঘুরে ঘুরে বেড়ায়।
অভিভাবকদের কাজটা খুব সহজ করতেই নিচে জ্যোতিষশাস্ত্র মতে বিবাহ দিক নির্দেশ এর কয়েকটি সূত্র নিয়ে আলোচনা করলাম। তার আগে আমাদের জেনে নেয়া দরকার কোন রাশির কোন গ্রহ কি দিক নির্দেশ করে।
মেষ রাশি- পূর্বদিক, বৃষ রাশি- দক্ষিণ দিক ,মিথুন রাশি- পশ্চিম দিক, কর্কট রাশি- উত্তর দিক, সিংহ রাশি- পূর্ব দিক, কন্যা রাশি -দক্ষিণ দিক ,তুলা রাশি- পশ্চিম দিক, বৃশ্চিক রাশি – উত্তর দিক, ধনু রাশি- পূর্ব দিক, মকর রাশি – দক্ষিণ দিক, কুম্ভ রাশি- পশ্চিম দিক, মীন রাশি উত্তর দিক।
রবি গ্রহ পূর্ব দিক, চন্দ্র উত্তর-পশ্চিম দিক,
মঙ্গল দক্ষিণ দিক, বুধ উত্তর দিক
বৃহস্পতি ঈশান দিক, শুক্র অগ্নিদিক, শনি পশ্চিম দিক ও রাহু
দক্ষিণ পশ্চিম দিক।
এখন সম্ভবত কোন দিকে বিবাহ হতে পারে তার কয়েকটি দিক নিয়ে আলোচনা।
প্রথম জন্ম ছকের সপ্তম ঘরের রাশি নির্দেশ করে কোন দিকে বিবাহ হতে পারে। দ্বিতীয় যদি ধনু রাশি সপ্তম ঘর হয়, সম্ভাব্য স্ত্রী বা স্বামী সেইদিকে হওয়ার যোগ নির্দেশ করে। তৃতীয় কোন মহিলার ছকে সপ্তম ঘর থেকে যত ঘরে শুক্র অবস্থান করে সেই ঘর নি।র্দেশ করে বিবাহের দিক। চতুর্থ সপ্তম ঘরের গ্রহপতিও নির্দেশ করে বিবাহ এর দিক বা সপ্তম ঘরে অবস্থানকারী গ্রহকেও বিচার্য।
পঞ্চম শব্দটি যে রাশি হবে সেটি যদি 2-5 -4-11 ঘর হয় তাহলে সম্ভাব্য জাতক-জাতিকার স্বামী বা স্ত্রী বেশি দূরে বিবাহ হবে না। খুব বেশি হলে 20 থেকে 35 কিলোমিটারের মধ্যে হবে।
ষষ্ঠ যদি সপ্তম ঘর 1-4-7 -10 রাশি হয় তাহলে শ্বশুর বাড়ি দূরে হবে।
সপ্তম যদি সপ্তম ঘর dual sign এ পরে ( 3-6-9 -12) হয় তাহলে শ্বশুর বাড়ি কিছুটা দূরে হবার যোগ নির্দেশ করে ।
এই সকল দিক দেখার পরেও জাতক জাতিকার জন্ম ছক ও নবাংশ বিচার করে সঠিক সিদ্ধান্তে আসা যেতে পারে ।তাহলে 90 থেকে 99% বিচার সঠিক হিসেবে গণ্য হয়।