Know About Revati Nakshatra By Dr. Jayanta Goswami রেবতী নক্ষত্র এই নক্ষত্র মীন রাশির ১৬ ডিগ্রি ৪০ মিনিট থেকে ৩০ ডিগ্রি পর্যন্ত বিস্তৃত । এই নক্ষত্রের অধিপতি গ্রহ বুধ এবং অধিপতি দেবতা পুষা। রেব কথা থেকেই রেবতী নক্ষত্রের নামকরণ হয়েছে। রেব কথার অর্থ লমফন, এই কারণেই এই নক্ষত্রের জাতিকাদের মধ্যে চঞ্চলতা বা লম্পন বেশি দেখা যায়।এ ছাড়া এরা সুন্দর ,ভাগ্যবান, সত্যবাদী, সঠিক সিদ্ধান্তকারি, চিন্তা করার ক্ষমতা ইত্যাদি হয়ে থাকে। রেবতী…