Miscarriage Problem Solution By Jayanta Goswami
August 7, 2022
Miscarriage Problem Solution By Jayanta Goswami
কোন গ্রহের প্রভাবে বারবার গর্ভ নষ্ট।
এই প্রচন্ড বাস্তব কথা গর্ভ নষ্ট বা সন্তান না জন্ম দেয়ার ব্যাপারে আলোচনা করার আগেই জাতক বা জাতিকার জন্ম ছকে সন্তানের স্থান আগে পর্যালোচনা করে দেখা দরকার। আমি মনে করি ভগবানের অশেষ কৃপা আশীর্বাদ না থাকলে সুস্থ সব ল বা উত্তম সন্তান লাভ করা শক্ত অর্থাৎ কিনা জাতক বা জাতিকার তার নিজেদের জন্ম ছকে সন্তানের স্থান বা জন্ম ছকের পঞ্চম ঘরটি নির্দেশ করে তার সন্তানের স্থানটি ।এই স্থানে শুভ যোগ থাকলে উত্তম সন্তান না হলে সন্তান না হওয়া নিয়ে চিন্তা বা না হওয়া নিয়ে বা গর্ভ নষ্ট হয়ে যাওয়া ঘটনা বার বার নিয়ে দুশ্চিন্তা।
একটু বিস্তারিত ভাবে আলোচনা করলে পরিষ্কার হওয়া যাবে ।কোন জন্ম ছকের পঞ্চম ঘর যেটি সন্তানের ঘর হিসেবে চিহ্নিত সেটি ফলদাই রাশি বা ফ্রুট ফুল সাইন তে আছে কিনা। সেই ঘরটি বন্ধরাশিতে অবস্থিত হয়েছে কিনা সেটি আগে দেখে নেওয়া দরকার। ফলোদায়ে রাশি হল কর্কট বৃশ্চিক এবং মীন রাশি এবং বৃষ তুলা মকর এবং ধনুরাশিকে বলা হয় সেমি ফ্রুটপুল রাশি।
পঞ্চম ভাবের সঙ্গে দ্বিতীয় ও একাদশ ভাব যুক্ত হলে সন্তান নির্দেশ করে কারণ দ্বিতীয় ভাব পরিবারকে নির্দেশ করে অর্থাৎ পরিবারে একজন মেম্বার যুক্ত হওয়া।
আর একাদশ ভাব নির্দেশ করে সাফল্য বা প্রাপ্তি। সেহেতু যদি পঞ্চম ও একাদশ ভাব বা এদের অধিপতিরা এই ফলদাই রাশিতে আসীন হন তবে সন্তান লাভের ব্যাপারে ইঙ্গিত প্রদান করে।
আবার মেষ ,মিথুন, সিংহ এবং কন্যা রাশি গুলিকে বন্ধ রাশি বলা হয় ।যদি পঞ্চম এবং একাদশভাবটি বন্ধা রাশিদের পড়ে এবং এদের অধিপতিরা যদি ফলদায় রাশিতে না থাকে অথবা চন্দ্র ,লগ্ন এবং লগ্নপতি যদি ফলদাই রাশিতে না থাকে এবং পঞ্চম ও একাদশ ভাবে যদি কোন ফল দায়ী গ্রহ নাথাকে তবে তার নির্দেশ করে নিঃসন্তান।
এবার গ্রহদের কথায় আসা যাক। গ্রহদের মধ্যে শুক্র এবং বৃহস্পতি সন্তান ধারনের সবথেকে উত্তম কারক গ্রহ ।এছাড়া চন্দ্র মঙ্গল গ্রহ সন্তানের কারকগ্রও হিসেবে ধরা যায়। কিন্তু যে গ্রহগুলি সন্তান ধারকের বিমুক গ্রহ তাহল রবি বুধ ও শনি। পঞ্চম ভাব বা লগ্নভাবের সঙ্গে এইসব গ্রহগুলি যে যে রকম ভাবে যুক্ত হবে জাতক জাতিকার সন্তান ধরনের ক্ষমতা সেই সেই রকম ভাবে প্রতিফলিত হবে। শুক্র ও চন্দ্র ভ্রন সৃষ্টিতে সাহায্য করে এবং বৃহস্পতি সন্তানের ধারকের গ্রহ।
এতক্ষণ পর্যন্ত সন্তানের জন্ম ও তার অসুবিধার ব্যাপারে আলোচনার করলাম। কিন্তু সন্তান বা ভ্রন সৃষ্টি হওয়ার পরেও তা নষ্ট হলে তার জন্য কয়েকটি গ্রহের কুফল কে দায়ী করা যেতে পারে। অর্থাৎ সন্তান জন্মানো সব সংযোগ থাকা সত্ত্বেও ওইসব গ্রহদের কুপ্রভাবে অর্জিত সন্তান না হওয়ার বারবার ভ্রন নষ্ট হয়ে থাকে।
এই ব্যাপারে কয়েক টি যোগের কথা আলোচনা করা হলো।
যদি রাহু পঞ্চম ঘরে অবস্থিত হয় এবং নবাংশে তোও পঞ্চম ঘরে থাকে এবং শনির ঘরে অর্থাৎ মকর বা কুম্ভ রাশিতে অবস্থিত হয়। তবে ভ্রন সৃষ্টি হলেও তা নষ্ট হওয়ার যোগ থাকে বা সন্তান আদৌ না হতে পারে।
কেতু যদি পঞ্চম এ থাকে এবং অশুভ শনি বা অন্য অশুভ গ্রহের দ্বারা প্রবাহিত হয় তবে সন্তান বা ভ্রম সৃষ্টি হলেও তা নষ্ট হওয়ার যোগ থাকে বা বারবার একই ঘটনা ঘটতে থাকে।
যদি লগ্নে রাহু থাকে এবং নিচস্থ অবস্থায় থাকে এবং অশুভ গ্রহের যোগ বা তার দ্বারা প্রভাবিত হয় তাহলে সন্তান হবার সময় মৃত অবস্থায় হয়ে থাকে তার আগে গর্ভপাতের যোগ তৈরি হয়।
পঞ্চম ঘরে শনি
বক্রি অবস্থায় অবস্থিত ও অশুভ গ্রহের সঙ্গে অবস্থিত বিশেষ করে রাহু বা কেতুর মতন গ্রহের উপস্থিতি এবং বৃহস্পতি দ্বারা বা কোন শুভ গ্রহের দ্বারা দৃষ্ট না হলে ভ্রন মৃত অবস্থায় বা বারবার গর্ভপাত হতে থাকে।
পঞ্চম ঘরে রাহু, মঙ্গল ও শনির সঙ্গে অবস্থিত হলে যৌন ব্যতিক্রস্থ হয়ে সন্তান নষ্ট হওয়ার যোগ থাকে বারবার।
পঞ্চমের কেতুর অবস্থান নিচস্থ অবস্থায় এবং অশুভ শনি তার তৃতীয় ,সপ্তম বা দশম দৃষ্টির পেক্ষা পায় তবে ভ্রম সৃষ্টির তিন বা চার মাসের মধ্যে তার গর্ভপাতের যোগ থাকে।
আশা করি ও ভগবানের কাছে প্রার্থনা করি, যত কম জাতক বা জাতিকার উপরি উক্ত যোগ না থাকে ততই ভালো। সকলের মঙ্গল হোক এই কামনা করি।