Know About Vishakha Nakshatra by Dr. Jayanta Goswami
December 3, 2023
![Know About Vishakha Nakshatra](https://i0.wp.com/www.jayantagoswami.in/wp-content/uploads/2023/12/WhatsApp-Image-2023-11-25-at-20.14.34.jpeg?fit=1200%2C1600&ssl=1)
Know About Vishakha Nakshatra by Dr. Jayanta Goswami
বিশাখা নক্ষত্র
বিশাখা নক্ষত্র তুলা রাশির কুড়ি ডিগ্রি থেকে ৩০ ডিগ্রি এবং বৃশ্চিক রাশির প্রথম ৩ ডিগ্রি কুড়ি মিনিট পর্যন্ত বিস্তৃত।
এই নক্ষত্রের অধিপতি গ্রহ বৃহস্পতি এবং অধিপতি দেবতা শতত্রাগ্নি। বিশাখা কথাটি এসেছে( বি + শাখা )থেকে অর্থাৎ শাখা হীন শাখা শূন্য কান্ড। এই নক্ষত্রটির অপর নাম রাধা। এবং অধিপতি দেবতা ইন্দ্রানী (ইন্দ্র +অগ্নি)। এই নক্ষত্রের জাতক জাতিকারা কার্যসিদ্ধির ব্যাপারে সজাগ, স্বার্থপর ইত্যাদি হয়ে থাকে।
![Know About Vishakha Nakshatra](https://i0.wp.com/www.jayantagoswami.in/wp-content/uploads/2023/12/WhatsApp-Image-2023-11-23-at-14.59.19.jpeg?resize=640%2C594)
বিশাখা নক্ষত্র মানবদেহে শরীরের নিম্নাংশ অ্যাবডোমেন্ট।
রোগভোগের মধ্যে নির্দেশ করে ডায়াবেটিস ,কিডনির সমস্যা, এলার্জি ,প্রোস্টেট গ্ল্যান্ড, টিউমার ইত্যাদি ।
বিশাখা নক্ষত্র বৃত্তির মধ্যে নির্দেশ করে ট্রাভেলিং এজেন্ট এয়ার ট্রাভেল, dealings with Foreigner, ট্যাক্স ডিপার্টমেন্ট। জুয়েলারি ক্রিমিনাল Lawyer, ইন্সুরেন্স কোম্পানি ,শেয়ার মার্কেট ইত্যাদি।