Know About Uttarashada Nakshatra By Dr. Jayanta Goswami
February 22, 2024
Know About Uttarashada Nakshatra By Dr. Jayanta Goswami
উত্তরাষারা নক্ষত্র
এই নক্ষত্র ৯৭ ধনু রাশির ২৬ ডিগ্রি চল্লিশ মিনিট থেকে ৩০ ডিগ্রি এবং মকর রাশির প্রথম ১০ ডিগ্রি পর্যন্ত বিস্তৃত ।এই নক্ষত্রের অধিপতি গ্রহ রবি এবং অধিপতি দেবতা ভীশ্বদেব ।
এই নক্ষত্র আটটি নক্ষত্র মন্ডল দ্বারা গঠিত ।২৭ টি নক্ষত্রের মধ্যে উত্তরা সারা নক্ষত্র একমাত্র যার মধ্যে কোন অশুভ প্রভাব নেই বললেই চলে। এই নক্ষত্র টি ১০ টি দিক নির্দেশ করে অর্থাৎ দশটি গুনকে নির্দেশ করে। উত্তরাসারা নক্ষত্রের জাতক-জাতিকাদের মধ্যে নিয়ম নিষ্ঠাবান, শৃঙ্খলা পরায়ন , দুরদৃষ্টি সম্পন্ন, বুঝেশুনে খরচ করার প্রবণতা ,কোন কাজ নিজের সর্বশেষ টা দিয়ে সম্পন্ন করা , পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলা ,দানশীল ইত্যাদি মানসিকতার লক্ষ্য করা যায়।
উত্তরা সারা নক্ষত্র মানবদেহের চর্ম মালাইচাকি ,হাঁটুকে নির্দেশ করে। এই নক্ষত্র রোগের মধ্যে নির্দেশ করে এলার্জি একজিমা, চর্মরোগ, কুষ্ঠ রোগ ,হজমের সমস্যা, গ্যাসটিসাইটিস হার্টের সমস্যা কার্ডিয়াক সমস্যা , চোখের সমস্যা পায়ের সমস্যা, বাত সমস্যা ইত্যাদি নির্দেশ করে।
উত্তরাসারা নক্ষত্র বৃত্তির দিক থেকে নির্দেশ করে ব্যাংক কর্মচারী, রাজনীতিবিদ, লেখাপড়া সংক্রান্ত কাজকর্ম, বিচারক, ধর্ম যাজক , ডাক্তার, হসপিটাল ,পশম, পুরাতন বস্তু , মাদকদ্রব্য ইত্যাদি সংক্রান্ত ব্যবসা ,বৈজ্ঞানিক গবেষণা ,অর্থ দপ্তর ,সরকারি চাকুরী ,সরকারি প্রকাশনা , ভ্রমণের সঙ্গে যুক্ত কাজকর্ম ইত্যাদি নির্দেশ করে।