Know About Uttara Bhadrapada Nakshatra By Dr. Jayanta Goswami
May 2, 2024
Know About Uttara Bhadrapada Nakshatra By Dr. Jayanta Goswami
উত্তর ভাদ্রপদ নক্ষত্র
উত্তর ভাদ্রপদ নক্ষত্র মীন রাশির তিন ডিগ্রি কুড়ি মিনিট থেকে ১৬ ডিগ্রি ৪০ মিনিট পর্যন্ত বিস্তৃত ।এই নক্ষত্রের অধি প্রতি গ্রহ শনি এবং অধিপটি দেবতা অহিব্রত্ন । উত্তর ভদ্র পদ নক্ষত্র দুটি নক্ষত্র দ্বারা গঠিত ।এই নক্ষত্রের জাতক জাতিকারা দয়াশীল , পিতৃমাতৃ ভক্ত ,পন্ডিত, ধার্মিক প্রকৃতির হয়ে থাকে ।
উত্তর ভাদপদ নক্ষত্র পায়ের পাতাকে নির্দেশ করে । আর রোগভোগের মধ্যে নির্দেশ করে পায়ের পাতার সমস্যা, পায়ের পাতা ফুলে যাওয়া, কোষ্ঠকাঠিন্য , টিউবারকিউলিসিস ,হার্নিয়া ইত্যাদি ।
উত্তর ভাদ্যপদ নক্ষত্র বৃত্তির দিক থেকে নির্দেশ করে হোম ডিপার্টমেন্ট ,আশাইলাম, স্যানেটোরিয়াম , ইমপোর্ট এক্সপোর্ট ,পলিটিকাল জেল, ইঞ্জিনিয়ার, ট্রাডিশনাল বিজনেস, হসপিটাল, রিলিজিয়াস এন্ড চেরিটেবেল ইন্সটিটিউশন ,লিগাল ডিপার্মেন্ট, ইস্যুরেন্স ,এডুকেশনাল ডিপার্টমেন্ট রেইনকোর্ট ,লাইভ boat, Fisher, রিভার এন্ড ক্যানেল কন্ট্রাক্টর, ট্যানেল কনস্ট্রাকশন ইত্যাদি।