Know About Swati Nakshatra by Dr. Jayanta Goswami
November 22, 2023
Know About Swati Nakshatra by Dr. Jayanta Goswami
এই নক্ষত্র তুলা রাশির 6 ডিগ্রি চল্লিশ মিনিট থেকে কুড়ি ডিগ্রি পর্যন্ত বিস্তৃত ।এই নক্ষত্রের অধিপতি গ্রহ এবং অধিপতি দেবতা পবন দেব ।এই নক্ষত্রটি একটিমাত্র নক্ষত্র নিয়ে গঠিত।
এই কথাটা এসেছে স + অত মানে একলা চলা ।এই নক্ষত্রের জাতক জাতিকারা স্বাধীনচেতা হয়ে থাকে ,এছাড়া এদের মধ্যে বিশ্লেষণী ক্ষমতা ,সকলের সঙ্গে মিশে চলার ক্ষমতা থাকে।
ক্ষণস্থায়ী রাগ থাকে ,শিক্ষিত, সুন্দর, সর্ব জ্ঞানী গৃহসুখী সত্যবাদী হয়ে থাকে ।এছাড়া এরা ভালো বক্তা হয়ে থাকে।
এই নক্ষত্র মানবদেহের কিডনি এপেন্ডিসাইটিস, হার্নিয়া, চামড়া, ব্লাডার চেস্ট কে নির্দেশ করে।
আর রোগভোগের মধ্যে নির্দেশ করে ইউরিন এর সমস্যা ,অ্যাজমা ,লেপ্রসি চামড়া রোগ ইত্যাদি ।
এই নক্ষত্রের বৃত্তির মধ্যে নির্দেশ করে অটোমোবাইল, ট্রান্সপোর্ট, সিনেমা,চিত্রকলা ,এক্সরে, সৌখিন দ্রব্য , ইমিটেশন গয়না, মিউজিশিয়ান খেলোয়াড়, গায়ক ইত্যাদি ।
এই নক্ষত্রে শুভ কর্ম যা করা যায় তা নতুন শিক্ষাগুরু নতুন নতুন ব্যবসা শুরু , অর্থকরী লেনদেন ইত্যাদি।
আর যা অশুভ তা ভ্রমণ, মীমাংসা ঝামেলা অশান্তি ইত্যাদি।