Know About Shravana Nakshatra By Dr. Jayanta Goswami
March 19, 2024
Know About Shravana Nakshatra By Dr. Jayanta Goswami
*শ্রবণা নক্ষত্র
শ্রবণা নক্ষত্র মকর রাশির ১০ ডিগ্রি থেকে ২৩ ডিগ্রি কুড়ি মিনিট পর্যন্ত বিস্তৃত। এই নক্ষত্রের অধিপতি গ্রহচন্দ্র এবং অধিপতি দেবতা বিষ্ণু। এই নক্ষত্র গঠিত হয়েছে পাঁচটি নক্ষত্রকে নিয়ে ।দেখতে অনেকটা কানের মত । শ্রবণ অর্থাৎ কান দিয়ে শোনা এবং শ্রবণ করা এই থেকেই নক্ষত্রের নামকরণ হয়েছে শ্রবণা ।
এই নক্ষত্রে জাতক জাতিকা কৃষ্ণ বর্ণ, স্থূল কপাল, রক্তবর্ণচক্ষু হয়ে থাকে। এই নক্ষত্রের জাতক জাতিকার মন মানসিকতার দিক থেকে নির্দেশ করে মলিন স্বভাব, সংরক্ষণশীল, হতাশা পূর্ণ ,মৃত ব্যয় ,সঞ্চয়ী ধার্মিক আচারনিষ্ঠ ইত্যাদি হয়ে থাকে। এই নক্ষত্র মানবদেহের নাসিকা নালী, ধমনী, হাঁটু ও ত্বক কে নির্দেশ করে।
রোগভোগের মধ্যে নির্দেশ করে চর্মরোগ, জলবাহিত রোগ, লেপ্রসি, হাঁটুতে, জল জমা ইত্যাদি ।
এই নক্ষত্র বৃত্তির দিক থেকে নির্দেশ করে খনিজ পদার্থ, যেকোনো তরল পদার্থ, কেরোসিন, পেট্রোল ,কয়লা ইত্যাদি ।এছাড়া চাষী ,ইঞ্জিনিয়ার, শিক্ষক, মৎস্যজীবী ইত্যাদি এবং রাত্রিতে কাজ হয় এমন কাজ ও মাটির নিচে যে সমস্ত কাজ হয় সেই সমস্ত কাজকে নির্দেশ করে।