Know About Sagittarius Zodiac Sign by Dr. Jayanta Goswami
April 17, 2023
Know About Sagittarius Zodiac Sign by Dr. Jayanta Goswami
কে কোন রাশির জাতক বা জাতিকা কিভাবে চিনবেন বা জানবেন
ধনু রাশি
অধিপতি গ্রহ বৃহস্পতি। একটি ঘোড়ার উপর একটি লোক স্থির লক্ষ্যে দাঁড়িয়ে, নবম রাশি রাশি চক্রের, বাংলার পৌষ মাস।
জাতক বা জাতিকা ধার্মিক, সংস্কারযুক্ত ।কথাবার্তা মার্জিত সাহসী আত্মনির্ভরতা বেশি। বেশি চিন্তা করে ,কাজ করে না। সমাজের রীতিনীতি মেনে চলে। কোন কিছুতেই আবেগ প্রকাশ করে না। কোন কাজ শুরু করলে শেষ না করে ছাড়ে না । মধ্য বয়স থেকে প্রচুর অর্থ লাভ।সবাই এদের ভুল বোঝে। কোথায় ও ব্যবহারে বুদ্ধিদীপ্ত ছাপ। অশুভ দিক: দুঃখ কষ্ট চিরসাথী, আঘাত পায় বেশি।
বৃত্তি হিসেবে শিক্ষক, বক্তা আইনবিদ, ব্যাংক কর্মী ,ধর্মীয় সংস্থায়ী যুক্ত ব্যক্তি, রাজনীতিবিদ, বিচারক , সম্পাদক, পুরোহিত ,ধর্মীয় কাজে যুক্ত ব্যক্তি, শিক্ষক।
রোগ হিসেবে ধনু রাশি জাতক-জাতিক বেশি ভোগ করেন সাইটিকা, বাতের বেদনা, লাঙ্গ এর সমস্যা, হাঁপানি, ডায়াবেটিস, লিভারের সমস্যা ইত্যাদি।
শুভ বার: রবি বুধ বৃহস্পতি শুক্র।
শুভ সংখ্যা ৩, ৯, ১২, ১৮,২৭
শুভ রত্ন : পোখরাজ
শুভ রং: হলুদ, কমলা ইত্যাদি।