Know About Rohini Nakshatra By Dr. Jayanta Goswami
July 13, 2023
Know About Rohini Nakshatra By Dr. Jayanta Goswami
জাতকের জন্ম নক্ষত্রই হল তার জীবনের মাপকাঠি
রোহিনী নক্ষত্র
রোহিনী নক্ষত্র বৃষ রাশিতে দশ ডিগ্রি থেকে ২৩ ডিগ্রি কুড়ি মিনিট পর্যন্ত বিস্তৃত। এর অধিপতি গ্রহ চন্দ্র ।দেবতা প্রজাপতি ব্রহ্মা। পাঁচটি তারকা নিয়ে রোহিনী নক্ষত্র গঠিত।
এই জাতকের নক্ষত্রের সাধারণত বড় উজ্জ্বল চক্ষু হয়ে থাকে । এদের বলা হয় রোমান্টিক, রোমিও ,রোজি ।এরা খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। অন্যের দোষ ত্রুটি খুব সহজেই ধরে নিতে পারে। রোহিণী নক্ষত্র মানবদেহের গাল , স্ক্রিন, পা ইত্যাদি নির্দেশ করে।
রোগ নির্দেশ: সর্দি, কাশি, ঠান্ডা লাগা ,পায়ের সমস্যা নির্দেশ করে।
রোহিণী নক্ষত্র বৃত্তি নির্দেশ করে কৃষিজাত দ্রব্য, গৃহসজ্জা সরঞ্জাম বিউটিফিকেশন ডিস্ট্রিবিউটার, মিউজিশিয়ান, ট্যুরিজম বোটানিস্ট প্রভিতি জায়গায় কাজ করতে পারে। অটো মোবাইল ইন্ডাস্ট্রি ,ফুড প্রসেসিং ,প্যাকিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন, টেক্সটাইল ইন্ডাস্ট্রিস ওয়েল এন্ড petrolium ব্যবসা।
রোহিণী নক্ষত্রের শুভ কাজ: বিবাহ ,বৃক্ষরোপণ, জামাকাপড় ও গয়না কেনা ।
এই নক্ষত্রে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল।