Know About Revati Nakshatra By Dr. Jayanta Goswami
May 7, 2024
Know About Revati Nakshatra By Dr. Jayanta Goswami
রেবতী নক্ষত্র
এই নক্ষত্র মীন রাশির ১৬ ডিগ্রি ৪০ মিনিট থেকে ৩০ ডিগ্রি পর্যন্ত বিস্তৃত । এই নক্ষত্রের অধিপতি গ্রহ বুধ এবং অধিপতি দেবতা পুষা। রেব কথা থেকেই রেবতী নক্ষত্রের নামকরণ হয়েছে।
রেব কথার অর্থ লমফন, এই কারণেই এই নক্ষত্রের জাতিকাদের মধ্যে চঞ্চলতা বা লম্পন বেশি দেখা যায়।
এ ছাড়া এরা সুন্দর ,ভাগ্যবান, সত্যবাদী, সঠিক সিদ্ধান্তকারি, চিন্তা করার ক্ষমতা ইত্যাদি হয়ে থাকে।
রেবতী নক্ষত্র মানবদেহের পায়ের পাতা ও পায়ের আঙ্গুল কে নির্দেশ করে আর রোগভোগের মধ্যে নির্দেশ করে পায়ের পাতার শিরা ছিরে যাওয়া বা টান ধরা ,পায়ের বাত ,পায়ে টান ধরা, কানে পুঁজ জমা ইত্যাদি।
এই নক্ষত্রর মধ্যে নির্দেশ করে পাবলিশার সিভিল ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট, share broker, এডভারটাইজমেন্ট পাবলিসিটি , পলিটিশিয়ান ,টেলিফোন, অডিটর, ট্যাপ রেকর্ডার, নিউজপেপার, ক্লার্ক ,ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট ব্যাংক, এজেন্ট, ব্রোকার, এক্সাইজ ডিপার্টমেন্ট ইত্যাদি।