Know About Purvabhadra Nakshatra by Dr. Jayanta Goswami
April 15, 2024

Know About Purvabhadra Nakshatra by Dr. Jayanta Goswami
পূর্ব ভাদ্রপদ নক্ষত্র
পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কুম্ভ রাশির কুড়ি ডিগ্রি থেকে ৩০ ডিগ্রি এবং মীন রাশির প্রথম প্রথম তিন ডিগ্রি কুড়ি মিনিট পর্যন্ত বিস্তৃত। এই নক্ষত্রের অধিপতি গ্রহ বৃহস্পতি। এবং অধিপতি দেবতা অজৈক পাদ । এই নক্ষত্র টি দুটি নক্ষত্র মন্ডলী যারা গঠিত।
এই নক্ষত্রের জাতক জাতিকারা গজকপাল চঞ্চল ও সুন্দর চক্ষুদ্বয়, পরোপকারী ক্রধি, ধার্মিক সৎ ,বিশ্বাসী ,শিক্ষিত ইত্যাদি হয়ে থাকে ।

পূর্ব ভদ্র পথ নক্ষত্র মানবদেহের গোড়ালি ,পায়ের পাতা পায়ের আঙ্গুলকে নির্দেশ করে । আর রোগভোগের মধ্যে নির্দেশ করে গোড়ালি ফুলে যাওয়া বা বেড়ে যাওয়ার সমস্যা, পালপিটেশন, লো ব্লাড প্রেসার ,শরীরের নিমাংশে টিউমার ,হার্নিয়া পায়ে কড়া করা ইত্যাদিকে নির্দেশ করে।
এই নক্ষত্র বৃত্তির মধ্যে নির্দেশ করে শিক্ষক, জ্যোতিষী, মিউনিসিবিলিটি, এক্সপোরেশন ,পাবলিক লিঃ কোম্পানি স্টক এক্সচেঞ্জ ,শেয়ার ব্রোকার, এয়ার ট্রাভেলস, প্ল্যানিং কমিশনার ইন্টারন্যাশনাল ট্রেড ব্যাংক, ফরেন এক্সচেঞ্জ ,এডুকেশন, ফিনান্স রেভিনিউ ডিপার্টমেন্ট, এন্টি করাপশন ডিপার্টমেন্ট, এক্সিকিউটিভ অফিসার ইত্যাদি।