Know About Purva Phalguni Nakshatraby Dr. Jayanta Goswami
September 26, 2023
Know About Purva Phalguni Nakshatraby Dr. Jayanta Goswami
পূর্ব ফাল্গুনী নক্ষত্র
পূর্ব ফাল্গুনী নক্ষত্র সিংহ রাশির ১৩ ডিগ্রি কুড়ি মিনিট থেকে ২৬ ডিগ্রি চল্লিশ মিনিট পর্যন্ত বিস্তৃত। এই নক্ষত্রের অধিপতি দেবতা শুক্র এবং অধিপতি দেবতা যোনি ।
এই নক্ষত্রটি চারটি উজ্জ্বল নক্ষত্র ও একটি অনুজ্জ্বল নক্ষত্রকে নিয়ে গঠিত। এই নক্ষত্রের প্রতীক একটি দোলনা সাদৃশ্য বিছানা বা দোদুল্যমান বিছানা।
এ ছাড়া একটি খাটের ওপর একটি মহিলা। এই কারণে এই নক্ষত্রের মধ্যে আরাম প্রবণতা বিলাসিতা, সৌন্দর্য প্রবণতা, রোমান্টিক কথা ইত্যাদি দেখা যায়।
এ ছাড়া এই নক্ষত্রের জাতক জাতিকার মধ্যে দেখা যায় ক্ষমতাশীল ধূর্ততা, লোকো প্রিয়, দয়াবান , শাস্ত্র জ্ঞানী , বিনয়ী ইত্যাদি।
পূর্ব ফাল্গুনী নক্ষত্র মানবদেহের হৃদপিণ্ড মেরুদণ্ডকে নির্দেশ করে, রোগভোগের মধ্যে নির্দেশ করে কোন মানসিক আঘাতের জন্য হাটের দুর্বলতা যেমন সন্তানহানি, প্রেমে আঘাত ইত্যাদি এছাড়া মেরুদন্ডের সমস্যা, রক্তচাপ ,পায়ে যন্ত্রণা ইত্যাদিকে নির্দেশ করে।
পূর্ব ফাল্গুনী নক্ষত্র বৃত্তির মধ্যে নির্দেশ করে সরকারি চাকরি, ট্রান্সপোর্ট, রেডিও ,মিউজিক, পেন্টিং ,মিউজিক ,গেমস অটো মোবাইল স্টুডিও ,ফটোগ্রাফি ভেটেনারি ডক্টর সিগারেট ম্যানুফ্যাকচারার ইত্যাদি।