Know About Purva Ashadha Nakshatra By Dr. Jayanta Goswami
January 23, 2024
![Know About Purva Ashadha Nakshatra](https://i0.wp.com/www.jayantagoswami.in/wp-content/uploads/2024/01/WhatsApp-Image-2023-12-29-at-15.27.25-1.jpeg?fit=1200%2C1600&ssl=1)
Know About Purva Ashadha Nakshatra By Dr. Jayanta Goswami
পূর্বাষাঢ়া নক্ষত্র
এই নক্ষত্র ধনু রাশির ১৩ ডিগ্রি কুড়ি মিনিট থেকে ২৬ ডিগ্রি ৪০ মিনিট পর্যন্ত বিস্তৃত। এই নক্ষত্রের অধিপতি গ্রহ শুক্র এবং অধিপতি দেবতা অর্পো অর্থাৎ জল । পূর্বাসাঢ়া নক্ষত্র দুটি নক্ষত্র নিয়ে গঠিত ।এই নক্ষত্রটি গজদনত সাদৃশ্য এই নক্ষত্রের জাতক জাতিকারা ভারদেহি, শ্যাম বর্ণ ,সত্যবাদী ,ভালোবাসা প্রিয় বুদ্ধিমান ,বিচক্ষণ, অন্যের উপদেশ নিজের বিচার বুদ্ধি দিয়ে কাজ করার মানসিকতা কলা নাটক গান বাজনা সুন্দর হাসি শিক্ষিত ইত্যাদি কে নির্দেশ করে । মেরুদন্ডের নিম্নভাগ শিরা এবং ধমনী কে নির্দেশ করে এই নক্ষত্র।
রোগভোগের মধ্যে বাতজনিত সমস্যা বহুমূত্র, শ্বাস-প্রশ্বাস জনিত সমস্যা, কোমরের হাড়ের সমস্যা সর্দি কাশি সমস্যা , রক্তের পরিশোধন প্রক্রিয়ার , সমস্যা হাঁটুর উপরের যেকোনো ধরনের ফুলে যাওয়ার সমস্যা শিরা ও ধমনীর মধ্যে রক্ত চলাচলের সমস্যা ইত্যাদি নির্দেশ করে ।
![Know About Purva Ashadha Nakshatra](https://i0.wp.com/www.jayantagoswami.in/wp-content/uploads/2024/01/WhatsApp-Image-2023-12-29-at-14.49.07.jpeg?resize=640%2C498)
পূর্বাসাঢ়া নক্ষত্র বৃত্তির দিক থেকে নির্দেশ করে বিচারক , উকিল ব্যাংক কেশিয়ার, কোন প্রতিষ্ঠানের উচ্চ পদাধিকারী , হিসাব রক্ষক, অর্থ ও রাজস্ব দপ্তরের কর্মী ,খাদ্যবস্তু , চিনি, সিল্ক সুতি,রাবার জাতীয় দ্রব্যের ব্যবসা রেল পরিবহন, বিমান পরিবহন পুরোহিত সামাজিক সেবক মূলক কাজকর্ম ,বাগান ও ভেষজ ফুল ফল ইত্যাদির সঙ্গে যুক্ত কর্মী ,বৈদেশিক আদান প্রদানের সঙ্গে যুক্ত ব্যবসা ,স্বাস্থ্য পরিষেবা ইত্যাদি।
শুভ কর্মের মধ্যে নির্দেশ করে বিদ্যা আরম্ভ, দান ধ্যান, পূজা-অর্চনা ইত্যাদি।