Know About Punarvasu Nakshatra By Dr. Jayanta Goswami
August 12, 2023
Know About Punarvasu Nakshatra By Dr. Jayanta Goswami
*জাতকের জন্ম নক্ষত্রই হলো তার জীবনের মাপকাঠি
- পূর্ণবসু নক্ষত্র পূর্ণবসু নক্ষত্র মিথুন রাশির কুড়ি ডিগ্রি থেকে ৩০ ডিগ্রি এবং কর্কটের প্রথম তিন ডিগ্রি থেকে কুড়ি ডিগ্রি পর্যন্ত বিস্তৃত।
এই নক্ষত্রের অধিপতি গ্রহ বৃহস্পতি এবং অধিপতি দেবতা অদিতি ।
এই নক্ষত্র দুইটি তারকা নিয়ে গঠিত ।পূর্ণবসু অর্থ দিবসু বা দুটি জ্যোতি বোঝায় ।
অন্যভাবে পূর্ণবসু = পুনঃ + বসু অর্থাৎ পুনরায় ফিরে আসা প্রভৃতি রয়েছে।
আমরা যে অষ্টবসুর পরিচয় পায়। তাদের দুটো বসু নিয়ে এই নক্ষত্র গড়ে উঠেছে। এই নক্ষত্রের মধ্যে হারিয়ে যাওয়া ও পুনরায় ফিরে আসা প্রভৃতি রয়েছে।
পূর্ণবসু নক্ষত্রের জাতিকার মধ্যে দেখা যায় যে কোন কাজ এরা গ্রহণ করে তা সতর্কতার সঙ্গে সেই কাজকে শেষ করে।
যেকোনো কাজ এরা গুছিয়ে করে ।সংকটপূর্ণ কাজ এরা করতে পারে না।
মানবদেহের কান, গলা,কাঁধ কে নির্দেশ করে ।
রোগভোগের মধ্যে নির্দেশ করে ব্রংকাইটিস, নিউমোনিয়া, কানে পুঁজ জমা বা ব্যথা হওয়া গেটে বাত ইত্যাদি।
পূর্ণবসু নক্ষত্র বৃত্তি দিক থেকে থেকে নির্দেশ করে লেখক, যেকোনো বিজ্ঞাপন জনিত বিষয়, ট্রান্সপোর্ট এবং ব্যবসার মধ্যে হোটেল ,রেস্টুরেন্ট ,ইমপোর্ট এক্সপোর্ট, খবরের কাজ এজেন্সি সিভিল ইঞ্জিনিয়ারিং ইত্যাদি।