Know About Moola Nakshatra by Dr. Jayanta Goswami
January 19, 2024
Know About Moola Nakshatra by Dr. Jayanta Goswami
মূলানক্ষত্র
মূলা নক্ষত্র ধনু রাশির ০ ডিগ্রি থেকে ১৩ ডিগ্রি কুড়ি মিনিট পর্যন্ত বিস্তৃত । এই নক্ষত্রের অধিপতি গ্রহ কেতু এবং অধিপতি দেবতা রাক্ষস ।এই নক্ষত্রটির আকৃতি শিকড়ের ন্যায় দেখতে বলে এর নামকরণ করা হয়েছে।
মুলা নক্ষত্র দুটি তারকা নিয়ে গঠিত ,এটির অপর নাম বিচিত্র। চির ধাতুর অর্থমোচন, যার থেকে রোগ মুক্তির কারণ ব্যাখ্যা করা যায়। অর্থাৎ এই নক্ষত্রটি রোগ মুক্তির কারক হিসেবে ধরা হয়েছে।
মূলা নক্ষত্র মানসিকতার দিক থেকে নির্দেশ করে সৎ পথে চলা , সত্যপথে চলা , অপরকে সম্মান দিয়ে কথা বার্তা বলা। ভগবানের কূপের ভয়ের জন্য পাপ বোধ থেকে দূরে থাকতে চায়, দয়াশীল, দার্শনিক, আইনশৃঙ্খলা মেনে চলতে চায়, ধর্মভীরু হয়ে থাকে, কুসংস্কার গ্রস্ত, সকল কাজে দক্ষ ,গর্বিত, সুখী ,দৃঢ়প্রতিজ্ঞ অথচ জীবনের সকল প্রকার আরাম ভোগ করতে চায় ।
মূলানক্ষত্র মানবদেহের থাই, কোমরের নিম্নের অংশ নির্দেশ করে পায়ের হাড়ের মধ্যে বিশেষত স্নায়ু কে নির্দেশ করে। এই নক্ষত্র রোগভোগের মধ্যে গেটে বাত,হাঁটা চলার সমস্যা , ফুসফুসের সংক্রমণ জাতীয় সমস্যা ,পায়ের রক্ত চলাচল কারীর শিরার সমস্যা ইত্যাদিকে নির্দেশ করে ।
মূলানক্ষত্র বৃত্তির দিক থেকে নির্দেশ করে ধর্মযাজক , আইনজীবী শিক্ষকতা আয়ুর্বেদিক ,ওষুধের চিকিৎসা, মেডিসিন সংক্রান্ত কাজকর্ম রাষ্ট্রদূত অস্ট্রলজার ,সামাজিক সেবামূলক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিগণ পরামর্শদাতা ,পুরোহিত, আমদানি রপ্তানি ব্যবসা সাংগঠনিক কাজকর্মের সাথে যুক্ত ব্যক্তি ব্যক্তিরা এই নক্ষত্রের আওতায় আসে ।
মূলা নক্ষত্র শুভর মধ্যে নির্দেশ করে যে কোন ধরনের গঠনমূলক কাজকর্ম ,শুভ পরিকল্পনা ,নতুন কর্মের ভিত্তি স্থাপন ইত্যাদি।