Know About Magha Nakshatra by Dr. Jayanta Goswami
September 8, 2023

Know About Magha Nakshatra by Dr. Jayanta Goswami
মঘা নক্ষত্র
মঘা নক্ষত্র সিংহ রাশির 0 ডিগ্রি থেকে ১৩ ডিগ্রি কুড়ি মিনিট পর্যন্ত বিস্তৃত ।এই নক্ষত্রের অধিপতি গ্রহ কেতু এবং অধিপতি দেবতা পিতৃ গণ।
মঘা নক্ষত্র জ্যোতিষে নেওয়া ২৭ টি নক্ষত্রের মধ্যে সর্বাপেক্ষা উজ্জ্বলতম নক্ষত্র ।এই নক্ষত্রটি দশটি নক্ষত্র নিয়ে গঠিত। এর প্রতীক একটি রাজ সিংহাসন। এই নক্ষত্রের প্রতীক থেকে বোঝা যায় যে উচ্চ প্রতিষ্ঠা উচ্চ সম্মান রাজকীয়তা এই নক্ষত্রের জাতক জাতিকার মধ্যে দেখা যায়।
এ ছাড়া এরা ক্রোধী, চঞ্চল, আত্মকেন্দ্রিক ধর্ম পরায়ণতা ইত্যাদি হয়ে থাকে ।

মঘা নক্ষত্র মানবদেহের মেরুদন্ড, হৃদপিণ্ড, শিরদাঁড়া কে নির্দেশ করে ।রোগের মধ্যে নির্দেশ করে হাটের সমস্যা ,বুক ধরফরানি, শি রদারার যন্ত্রণা, কিডনির সমস্যা ইত্যাদি।
বৃত্তির মধ্যে নির্দেশ করে মেডিসিন প্রস্তুতকারক, জ্যোতিষ হবার যোগ, ক্রিমিনাল এডভোকেট ,পয়জন, কেমিক্যাল সিকিউরিটি সার্ভিস, মেডিকেল ডিপার্টমেন্ট কম দামি অলংকার, অস্ত্র ইত্যাদি