Know about Libra Zodiac Sign By Dr. Jayanta Goswami
March 22, 2023
কে কোন রাশির জাতক বা জাতিকা কিভাবে চিনবেন বা জানবেন
তুলা রাশি
তুলা রাশির জাতক লম্বা রোগ া কিন্তু মজবুত শরীর ।
মিষ্ঠু রাশি যুক্ত আকর্ষণীয় চেহারা ।মধ্য বয়সে মাথায় টাক পড়ে। এই রাশির প্রতীক একটি তুলাদন্ড ।এর থেকে এই রাশির জাতকের নিয়ম-শৃঙ্খলা বা ভারসাম্য করার দিকটি পরিষ্কার হয়ে ওঠে। এই রাশির জাতক ভালো-মন্দ বিচার করা, নিরপেক্ষ সুবিচার কারি, সমালোচক হয় ।শুক্র এই রাশির জাতকের বিনয়ী সামাজিক ভদ্র করে তোলে ।
আনন্দময় জীবন পছন্দ করে। যে কোন মূল্যে এরা সুখ শান্তি পেতে ইচ্ছুক ।এরা সহানুভূতি সম্পন্ন ক্ষণস্থায়ী ক্রোধসম্পন্ন। পার্থিব ভোগ সুখ প্রিয় ,পোশাক পরিচ্ছদ সুগন্ধি শিল্পকলায় সঙ্গীত পছন্দ করে। এদের শখ পরিবর্তনশীল। বাগান ফটোগ্রাফ সুক্ষ কারু শিল্প, রাজনীতিবিদ হলে সারা জীবন ব্যাক্তি জনপ্রিয়তা লাভ করে।
তুলার জাতকেরা উন্নত কল্পনা শক্তিযুক্ত, অসাধারণ বুদ্ধিমত্তাযুক্ত পরিমার্জিত ও মনোরম প্রকৃতির হয়, এরা সু পরামর্শদাতা আধ্যাত্মিক জীবনে উচ্চ স্তরে পৌঁছতে পারে। তুলা জাতকেরা উত্তেজিত আলোচনায় বিশ্বাসী নয় কিন্তু এরা বিতর্কমূলক বিষয়ে আপসে বিশ্বাসী হয়। এর জন্য এরা সকলের দৃষ্টি গোচর হয়, জনপ্রিয়তা অর্জন করে। এরা আধ্যাত্মিক জীবনের প্রতি আগ্রহ শীল।
রাশিচক্রের সপ্তম রাশি হওয়ায় দাম্পত্য প্রেমের প্রতি আগ্রহ সীল হয় ।
তুলা রাশি শুভ দিন রবি সোম ও শনি।
বৃহস্পতি বার শুভ নয়,
শুভবর্ণ কমলা সাদা লাল ।
সবুজ ও হলুদ বর্ণনীয়। নীলবর্ণ অশুভ।
শুভ সংখ্যা এক দুই চার ও সাত।