Know About Krittika Nakshatra by Dr. Jayanta Goswami
June 29, 2023
Know About Krittika Nakshatra by Dr. Jayanta Goswami
কৃত্তিকা নক্ষত্র
মেষ রাশিতে তে অবস্থিত। প্রতীক: কুঠার , অগ্নিশিখা। দশা অধিপতি রবি, পশু প্রতীক স্ত্রী মেষ , গন :রাক্ষস, দেবতা অগ্নি, কৃতিকা শব্দটি কর্তন শব্দ থেকে এসেছে, যার অর্থ কাটা, এটি তৃতীয় নক্ষত্র।
এই নক্ষত্রের জাতক প্রথম জীবনে আবেগ প্রবনতা এবং পরে স্বার্থত্যাগ করে ।এরা পরের জন্য কাজ করে কিন্তু কোন রিটার্ন পায় না। সব সময় অপরের ভূল ধরে, সেই জন্য অপরের কাছে অশোভন হয়ে পড়ে।
এই নক্ষত্রের জাতক সামাজিক ন্যায়বিচারের জন্য সংগ্রাম করে। যার ফল অন্য লোক ভোগ করে। এরা যেকোন জিনিসের ব্যাপারে গভীরভাবে প্রবেশ করে। পারফেকশন খোঁজে, না পেয়ে হতাশ হোন। বৃষ রাশির অন্তর্গত রবি ও শুক্র দ্বারা চালিত হয় বলে এদের মধ্যে ফাইন আর্টস, শিল্পকলা ইত্যাদির কারোকতা লক্ষ্য করা যায় । এই নক্ষত্রটি পীড়িত হয় বলে জাতক একগুঁয়ে মনোভাব সম্পন্ন হয়। সবকিছু ভেঙে ফেলা বা নষ্ট করার চেষ্টা করে ।অপ্রিয় ভাষণ ও খাদ্য ভক্ষণ ,অশ্লীল বা বা অবৈধ যৌন সম্পর্কের প্রকোপ দেখা যায়। অনেক সময় অন্যায় কাজ করার জন্য আত্মগোপনকারী হয়।
এই নক্ষত্রে লগ্ন হলে জাতক দাম্ভিক বুদ্ধিমান ভালো খাওয়া দাওয়া পোশাক-আশাকের প্রতি আগ্রহী হন। এই নক্ষত্রের চন্দ্র থাকলে জাতকের সুন্দর দেহ, বহু লোকের সঙ্গে পরিচয় মানসিক দৃঢ়তাহীন ও পিতৃবিদ্বেষী হয় । ২৫ থেকে ৩৫ এবং ৫০ থেকে ৫৬ সময় ভালো হয় ।
এই নক্ষত্রের রবি থাকলে কর্তৃত্ব পরায়ণ ,রাগী উগ্র স্বভাব হয়এবং আধ্যাত্মিক বিষয়ে আগ্রহী হয় ।
বৃত্তি: সরকারি উচ্চ পদে চাকরি, বিশ্ববিদ্যালয় বা আইনের বিচার বিভাগে চাকুরী করে ।মিলিটারি পুলিশ দমকল এ বিভাগে চাকরি। দর্জি নাপিত রাঁধুনী কসাই প্রভৃতি, রত্ন ব্যবসায়ী মেডিসিন ফুড সাপ্লাই হোটেলের মালিক।
রোগ : তীব্র জর ম্যালেরিয়া, প্লেগ ,বসন্ত মাথায় আঘাত, মেনিনজাইটিস মাইগ্রেন, আগুনে পুড়ে যাওয়া ইত্যাদি।
শুভ কর্ম যে কোন পরিবর্তন করা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া, নতুন কোন কিছু করা কোন কিছু বিক্রয় করা ।
অশুভ কর্ম: কোন সামাজিক কর্ম না করা কাজের ক্ষতি করে বিশ্রাম না করা।