Know About Jyeshta Nakshatra by Dr, Jayanta Goswami
December 24, 2023
Know About Jyeshta Nakshatra by Dr, Jayanta Goswami
জ্যেষ্ঠা নক্ষত্র
জ্যেষ্ঠা নক্ষত্র বৃশ্চিক রাশির ১৬ ডিগ্রি ৪০ মিনিট থেকে ৩০ ডিগ্রি পর্যন্ত বিস্তৃত । এই নক্ষত্রের অধিপতি গ্রহ বুধ এবং অধিপতি দেবতা ইন্দ্র। জেষ্ঠা কথার অর্থ অগ্রজ।
ষষ্ঠীর সদৃশ্য আকার বলে এর নামকরণ করা হয়েছে। এই নক্ষত্রের জাতক জাতিকারা শ্যাম বর্ণ উঁচু কপাল, উজ্জ্বল চক্ষুর্দয় বিশিষ্ট, ভোগী, দয়ামান , চঞ্চলমতির বিনয় প্রকৃতির তৎপর যদি হয়ে থাকে । জেষ্ঠা নক্ষত্র মানবদেহের জননেন্দ্রিয় ,জরায়ু ,মলাশয় মলদ্বারকে নির্দেশ করে ।
এই নক্ষত্র রোগভোগের নির্দেশ করে পাইলস, ফিস্চুলা ,টিউমার, নার্ভের সমস্যা ,পেটের সমস্যা, কাঁধ ও বাহুর ব্যথা জনিত সমস্যা, আঘাত জনিত সমস্যা, টাইফয়েড ,ফোঁড়া রক্ত দূষণ জনিত সমস্যা ,কোমরের অংশ বিশেষের সমস্যা কে নির্দেশ করে।
জ্যেষ্ঠা নক্ষত্র বৃত্তির মধ্যে নির্দেশ করে, রসায়ন সংক্রান্ত ইঞ্জিনিয়ারিং ,বৈদ্যুতিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, ডাক বিভাগ, যোগাযোগ ব্যবস্থা, ভ্রমণ সংস্থা রেল বিভাগ, প্রকাশনা, কালী ,প্রিন্টিং বাদ্যযন্ত্র নির্মাণ, হিসাব নিকাশ সংক্রান্ত কাজ, জীবন বীমা প্রতিনিধি, পুলিশ বিভাগ, প্রতিরক্ষা বিভাগ, রত্ন কার দর্জি ,সংগীত, পারফিউম প্রস্তুতকারক ,ইনকাম ট্যাক্স নিকাশি ব্যবস্থা সংক্রান্ত কাজ, পরিদর্শক। কেবল ও বৈদ্যুতিক তার ইত্যাদির নির্দেশ করে।