Know About Hasta Nakshatra by Dr. Jayanta Goswami
October 18, 2023
Know About Hasta Nakshatra by Dr. Jayanta Goswami
হস্তা নক্ষত্র
হস্তানক্ষত্র কন্যা রাশি দশ ডিগ্রি থেকে ২৩ ডিগ্রি কুড়ি মিনিট পর্যন্ত বিস্তৃত ।এই নক্ষত্রের অধিপতি গ্রহচন্দ্র এবং অধিপতি দেবতা দিবাকর। হস্তা নক্ষত্রের নামকরণ হয়েছে হস্ত বা হাত শব্দ থেকে।
হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা তৎপর, কর্মকৌশলী ,একনিষ্ঠ, ব্যবসায়িক মনোবৃদ্ধি অপরের কাছ থেকে নিজের কাজ করে নেওয়া, হস্তশিল্পে পারদর্শী, নিয়ম-শৃঙ্খলা পরায়ন ইত্যাদি মানসিক গুণাবলী যুক্ত হয়।
হস্তানক্ষত্র মানবদেহের উদর, ইনটেস্টাইন দেহ রস ক্ষরণশীল গ্রন্থি সমূহ ইত্যাদি নির্দেশ করে।
এই নক্ষত্র রোগের মধ্যে নির্দেশ করে ভিটামিন বি এর অভাব, গ্যাসের সমস্যা, উদয়ের সমস্যা, হজমের সমস্যা ,শ্বাস-প্রশ্বাসের সমস্যা কলেরা ডায়রিয়া, টাইফয়েড হিস্টোরিয়া ইত্যাদি নির্দেশ করে।
এই নক্ষত্র বৃত্তির মধ্যে নির্দেশ করে সেলসম্যান, বৈদেশিক বাণিজ্য ,যোগাযোগ সংক্রান্ত কর্ম, বস্ত্র বয়ন শিল্প উকিল হস্ত্র শিল্প ,বার্তাবাহক নৌ পরিবহন ও জলজ বিষয়ক ব্যবসা ,কালী প্রস্তুতকারক রাজনীতিবিদ, মিউজিসিয়ান অ্যাস্ট্রোলজার , শেয়ার বাজার প্রতিনিধি, কাঠের মিস্ত্রি ,মুচির জাদুকর ইত্যাদি নির্দেশ করে।