Know about Gemini Zodiac Sign By Dr Jayanta Goswami
January 29, 2023

Know about Gemini Zodiac Sign By Dr Jayanta Goswami
মিথুন রাশি
মিঠুনের জাতকেরা ঋজ ু দীর্ঘ দেহী হয়। হাত দুটি লম্বা ,পা অপেক্ষাকৃত কৃশ। নাক টি লম্বা। দৃষ্টি প্রাণবন্ত ও স্বতঃস্ফূর্ত। মিথু ন জাতকেরা উদ্বেগহীন ও আনন্দ প্রিয় ।
এদের মন সদা ব্যস্ত, বহুমুখী, অস্থির ও পরিবর্তনশীল। এরা সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারে ।এরা বিশ্লেষণ করতে পারে ।ভালো উপদেশ দিতে পারে ।কোন বস্তু বা বিষয়ে ভালো মন্দ বিচার করতে পারে কিন্তু দীর্ঘভাবে হাল ধরে কোন কাজ সাফল্যের সঙ্গে শেষ করতে প্রায় অপারক। মিথুনের জাতকেরা ঘুরে বেড়াতে ভালোবাসে।
এদের একই সঙ্গে একাধিক কাজ করার যোগ্যতা থাকে। এরা নতুন পরিবেশের সঙ্গে সুন্দর মানিয়ে নিতে পারে। এরা অত্যন্ত বুদ্ধিমান চতুর ও নিজের সম্পর্কে সদা সতর্ক। মিথুন জাতকেরা অনেক গুণের অধিকারী হয়েও কিছু করে উঠতে পারেনা শেষ পর্যন্ত। মিথুন নির্দেশ করে ফুসফুস ও তৎ সংক্রান্ত রোগ, ঠান্ডা লেগে যাওয়া, নাক দিয়ে কাঁচা জল পড়া ,ইনক্রেঞ্জার, ব্রংকাইটিস এইসব রোগ হওয়ার প্রবনতা থাকে। মিঠুন কাধ ও বাহু নির্দেশ করে ।
এইসব অংশ এ রোগ সৃষ্টি হওয়ার প্রবণতা থাকে। মিথুনের জাতকেরা প্রচন্ডভাবে পরিবর্তন প্রিয় ।

এরা জীবনে সৌভাগ্য যেমন ভোগ করে দুর্ভাগ্য ভোগ করে তেমনি ।সাধারণত এরা সাংসারিক অশান্তি বা পিতার সঙ্গে মতভেদ হয়ে থাকে। নিজের পতন এরা নিজেরাই ডেকে আনে।
মিথুন জাতক সাধারণভাবে একাউন্ট, ক্লার্ক ,সেলসম্যান, এডিটর, রিপোর্টার স্কুল টিচার এমন কাজই করে থাকে ।যেসব কাজে ঘোরাফেরা করার স্বাধীনতা আছে এসব কাজই এদের দক্ষতা প্রকাশ পায়। এরা সব সময় ব্যবসার অংশীদার, বন্ধু, কাস্টমার অথবা আত্মীয়-স্বজন নিয়ে ব্যস্ত থাকে। কোন কোন সময় হিসেবের বাইরেও খরচ করে ।জীবনে একাধিকবার বাসস্থান পরিবর্তন ও করে থাকে ।এদের যেমন তাড়াতাড়ি বন্ধুত্ব হয় তেমনি তাদের মধ্যে নানান দোষ এদের চোখে ধরা পড়ে। ফলে বন্ধু বিচ্ছেদ ঘটে। বিবাহ যদি এদের কাছে খুবই উত্তেজনা পূর্ণ তথাপি আবেগপ্রশমিত হলে কোন কোন ক্ষেত্রে বিমর্ষ ও হয়ে পড়ে। যদি দেখে এদের সঙ্গী বা সঙ্গিনী ততটা বুদ্ধিমান নয় সেই কারণে একই সঙ্গে দুটি প্রেমের ঘটনা এদের জীবনে বিরল নয়। দুটি বিবাহ ঘটে থাকে।
সৌভাগ্য বর্ধক দিন বুধ বৃহস্পতি। রবি, সোম ও ভালো। শনি ও মঙ্গল এড়িয়ে চলা উচিত।
শুভ সংখ্যা ৩ ও ৫.
শুভ রত্ন পান্না ও হলুদ পোখরাজ।