Know About Dhanishta Nakshatra By Dr. Jayanta Goswami
April 1, 2024
Know About Dhanishta Nakshatra By Dr. Jayanta Goswami
ধনিষ্ঠা নক্ষত্র
ধনিষ্ঠা নক্ষত্র মকর রাশির ২৩ ডিগ্রি ২০ থেকে ৩০ ডিগ্রি এবং কুম্ভ রাশির প্রথম ৬ ডিগ্রি ৪০ মিনিট পর্যন্ত বিস্তৃত ।
এই নক্ষত্রের অধিপতি গ্রহ মঙ্গল এবং অধিপতি দেবতা অষ্টবসু।
ধন যেখানে অধিষ্ঠান করে তাকেই বলে ধনীষ্ঠা অর্থাৎ ধনী গনের অবস্থান। প্রজাপতির পুত্র অষ্ট বসুর অবস্থান এই নক্ষত্রে বলে মনে করা হয়। অষ্টবসু যথাক্রমে ধর ধ্রুব ,সোম, অহঃ, অনিল, প্রত্যুষ ও আভাস।
এই নক্ষত্রের জাতক জাতিকার উদ্দাম প্রিয় ,সতর্কভাবে বল প্রয়োগ ,সাহসী, হিংসাত্মক ইত্যাদি হয়ে থাকে ।
পক্ষান্তরে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা অল্পে রেগে যাওয়া, সামান্য কারণে বিচ্ছেদ ঘটানো, ধার্মিক মনোভাব , ইত্যাদি হয়ে থাকে।
মকর রাশির ধনীষ্ঠা নক্ষত্র মানবদেহের হাঁটুকে নির্দেশ করে এবং কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র মানবদেহের গোড়ালি ও হাঁটু থেকে গোড়ালির পুরো অংশকে নির্দেশ করে । এই নক্ষত্র রোগ ভোগের মধ্যে নির্দেশ করে পায়ে চোট লাগার সমস্যা ,শুকনো কাশি ,বাতের সমস্যা ,রক্ত দূষণ ,হার্টের সমস্যা ইত্যাদি ।
ধনিষ্ঠা নক্ষত্র বৃত্তির দিক থেকে নির্দেশ করে মকরের ধ্বনিষ্ঠার নক্ষত্র করে আইন ইঞ্জিনিয়ার, মনস্তত্ত্ববিদ, হোমিওপ্যাথি, জেল, কসাইখানা ,লেবার ডিপার্টমেন্ট, যন্ত্রপাতি সিমেন্ট, জুট ইত্যাদি
পক্ষান্তরে কুম্ভের ধনিষ্ঠ নক্ষত্র নির্দেশ করে কৃষিকার্য ,চা, কয়লা, স্টিল প্লান্ট, রেশন অফিস, ইলেকট্রিসিটি, সমস্ত অনুসন্ধান কেন্দ্র, সিল্ক ইত্যাদি।