Know About Ashwini Nakshatra By Dr. Jayanta Goswami
June 2, 2023
Know About Ashwini Nakshatra By Dr. Jayanta Goswami
জাতকের জন্ম নক্ষত্রই হল তার জীবনের মাপকাঠি
অশ্বিনী নক্ষত্র
প্রতীক : হর্ষ মুখ ,দশা অধিপতি কেতু, গণ দেব, পশু প্রতীক ঘোড়া, দিক, দক্ষিণ, দেবতা অশ্বিনী কুমার ——
সূর্য, শিব।
অশ্বিনী নক্ষত্রের জন্ম হলে জাতক লোকপ্রিয় সুন্দর, দক্ষ, শোভন চক্ষুদ্বয় সত্যপ্রিয় যশোভোগী , আত্মীয় বৎসল, স্বাস্থ্য জ্ঞানী হন। এই নক্ষত্রের অধিপতি গ্রহ কেতু। জাতকের মধ্যে গুটিয়ে থাকা বা লুকিয়ে থাকার স্বভাব থাকে ।এই নক্ষত্রের মূল প্রতীক ঘোড়া।যার দ্বারা এনার্জি পরিমাপ করা হয়।
এই নক্ষত্রের জাতকের মধ্যে শক্তি বা গতি লক্ষ্য করা যায়।
এই নক্ষত্রের জাতক যে সমস্ত বৃত্তিতে সাধারণভাবে নিয়োজিত হয় বা হতে দেখা যায় সেটি হল প্রথম -ঔষধ বা চিকিৎসার সাথে যুক্ত ,দ্বিতীয়: আধ্যাত্মিকতার সাথে যুক্ত কোন কাজ যেমন জ্যোতিষ ইত্যাদি ।তৃতীয়: আইনের কাজ। চতুর্থ দ্রুতগতি সম্পন্ন ঘোড়ার খুশি ছড়া, রেশ এর জকি ইত্যাদি।
অশ্বিনী নক্ষত্রে জন্ম লগ্ন হলে জাতক এডভেঞ্চার প্রিয় ,ভ্রমণ প্রিয় ,আকর্শনীয় চেহারা যুক্ত, কাজে পরাক্রম এবং বিভিন্ন অসুখে বিভিন্ন সময়ে চিকিৎসা করান ।
অশ্বিনী নক্ষত্রে চন্দ্র থাকলে জাতক বুদ্ধিমান আকর্ষণীয় সংগীত বা কলা প্রিয়( তিন বছর পরে উন্নতি), ধর্ম ঈশ্বরের বিশ্বাসী, পরিবারের প্রতি কর্তব্য পালন করা ।
রবি থাকলে জাতক গর্বিত, রাজসিক ব্যবসায়ী বুদ্ধিযুক্ত , আগ্রাসী মনোভাব নৈতিক পরায়ণ হয়।
প্রশস্ত কর্ম: এই নক্ষত্র দিনে যেকোন শুভ কাজ করা যেতে পারে ।যেমন মন্ত্র পাঠ , মন্দির প্রতিষ্ঠা ইত্যাদি ।
অপ্রশস্ত কর্ম : বিবাহ, কোন কাজ শেষ করে ফেলা, কোন জিনিস বিক্রয় করা ।
অসুখ: সাধারণভাবে মাথার ভেতরের রোগ, ম্যানেজাইটিস, প্যারালাইসিস চোখের রোগ কানের উপরিভাগের রোগ ইত্যাদি।