Know About Anuradha Nakshatra by Dr Jayanta Goswami
December 18, 2023
Know About Anuradha Nakshatra by Dr Jayanta Goswami
অনুরাধা নক্ষত্র
অনুরাধা নক্ষত্র বৃশ্চিক রাশির তিন ডিগ্রি কুড়ি মিনিট থেকে ১৬ ডিগ্রি ৪০ মিনিট পর্যন্ত বিস্তৃত। এই নক্ষত্রের অধিপতি গ্রহ শনি এবং অধিপতি দেবতা মিত্র। রাধ ধাতু থেকে অনুরাধা নামকরণ করা হয়েছে, রাধ ধাতুর অর্থ সিদ্ধি লাভ করা । এই নক্ষত্র কে রাধা হিসেবে কল্পনা করা হয়েছে, তাই পরের নক্ষত্র টিকে অনুরাধা নামকরণ করা হয়েছে অর্থাৎ রাধার অনুগামী।
অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকারা কষ্ট সহিষ্ণু, কুটিল, অসৎ ,কর্মঠ ,দৃঢ়প্রতিজ্ঞ এবং বাস্তব জ্ঞান সম্পন্ন ।
এদের গঠনে শ্যামবর্ণ , পিত্ত দে হি ,দীর্ঘাঙ্গি ,চোখের মধ্যে সন্দেহ প্রবণতা ইত্যাদি দেখা যায়।
অনুরাধা নক্ষত্র মানবদেহের ব্লাডার জননেন্দ্রিয় ,অস্থি ইত্যাদিকে নির্দেশ করে ।
এই নক্ষত্রটি রোগভোগের মধ্যে স্ত্রীরোগ ,কোষ্ঠকাঠিন্য ,পাইলস, কোমরের হাড়ের সমস্যা ,সর্দি রোগ , গলার সমস্যা ইত্যাদিকে নির্দেশ করে।
অনুরাধা নক্ষত্র বৃত্তির মধ্যে নির্দেশ করে মাইনস ইঞ্জিনিয়ারিং, রসায়ন সংক্রান্ত পেশা ,ওকালতি শলল চিকিৎসক , বাদ্যযন্ত্র, দন্ত চিকিৎসক ,ছুতর মিস্ত্রি ,যে কোন ধরনের পরিশ্রমের কাজ , খনিজ দ্রব্যের সাথে যুক্ত কাজকর্ম ইত্যাদি।
অনুরাধা নক্ষত্রে যন্ত্র ,নৌকাদি রথ নির্মাণ এবং গৃহ প্রবেশদি কার্য ইত্যাদি শুভ কর্মের মধ্যে নির্দেশ করে।