KETU EFFECTS IN ASTROLOGY By Dr. Jayanta Goswami
December 23, 2022
KETU EFFECTS IN ASTROLOGY By Dr. Jayanta Goswami
জাতক জাতিকার উপর কেতু র প্রভাব জ্যোতিষশাস্ত্র মতে
লগ্নে শুভ অবস্থায় অবস্থানে স্নেহশীল করে, কিন্তু বাহিরে ব্যক্ত করে না। মানসিকতা বোঝা যায় না। একটু ঝুঁকে কথা বলে
অশুভ অবস্থায় অনুভূতি শুন্য ও হৃদয়হীন। অসামাজিক, পঙ্গুত্ব থাকতে পারে। ফলে উন্নতিতে বাধা স্নেহ দয়া মায়া কম।
দ্বিতীয় অবস্থায় শুভ অবস্থানে গুপ্ত ভাবে বা বিনা আরমম্বরে অর্থ সঞ্চয় করতে পারে। অর্থের পক্ষে শুভ ।আয়ের পথ লোক চক্ষুর অগোচরে হয়ে থাকে।
অশুভ অবস্থায় অর্থ রোজগারে বাধা, আলস্য বা অবহেলার জন্য অর্থ কষ্ট।
অসম্ভব বাধা বিঘ্নের সৃষ্টি হয়।
তৃতীয় ভাবে শুভ অবস্থায় ভাই বোনের সংখ্যা বেশি হয় না ।গণিত হিসাব ও খাতা লেখার ব্যাপারে বুদ্ধির পরিচয় থাকে।
অশুভ অবস্থায় অনেক সময় ভাই-বোন একেবারেই থাকে না। আত্মীয়দের সঙ্গে বিচ্ছেদ। কথাবার্তা ও ভাবভঙ্গির মধ্যে উদাসিকতা। কুটির বুদ্ধি বাইরে প্রকাশ পায় না ।লেখাপড়া ও ভ্রমণে বাঁধা আসে।
চতুর্থ ভাবে শুভ অবস্থানে জমি জায়গা বাড়ি ক্রয় করে। অসাধারণ প্রতিষ্ঠা পায় ।
অশুভ অবস্থায় গৃহ সমস্যা, মামলা। পরিবারের কারোর premature death হয় । দৈব উৎপাতে বা চুরির ডাকাতি প্রতারণা প্রভৃতিতে অর্থ সম্পত্তি নাশ । পরো বা ভূতের বাড়িতে বাস।
পঞ্চমভাবে শুভাবস্থানে আধ্যাত্মিক সাধনায় সিদ্ধি লাভ। জ্ঞানের দ্বারা উন্নতি ।সন্তান কম কথা বলে। অশুভ অবস্থায় সন্তান সম্বন্ধে ভালো ফল হয় না। সন্তানহীন ও থাকতে পারে। অনেক সময় পোষ্য নেয়।প্রেমের ব্যাপারে আষা ভঙ্গ ও মর্মান্তিক দুঃখ। সন্তান ধারণে অক্ষমতা।
ষষ্ঠভাবে শুভ অবস্থানে সংয মের পক্ষপাতি।ঘরে বসে কোন কাজ করলে উন্নতি ।খাওয়া দাওয়ার ব্যাপারে সেরকম রুচি থাকে না ।
অশুভ অবস্থায় শরীর প্রায় দুর্বল হয় । বংশ গত কোন জটিল রোগ থাকতে পারে। অনেক সময় রোগের দ্বারা পঙ্গুত্ব আসতে পারে। কাজে অনেক বাধা আ সে। ফলে অলসহীন জীবন যাপন করে। চাকর কর্মচারী বা অধীনস্থদের দ্বারা ঝঞ্ঝাট হতে পারে। প্রভুর সঙ্গে সঙ্গে থাকেনা। অভাব ও প্রবাসে স্বাস্থ্যহানি হতে পারে।
সপ্তম ভাবে শুভাবস্থানে বিবাদে লাভবান ।বিবাহে বিলম্ব শত্রু বা সহযোগীর ক্ষতি সৌভাগ্যের কারণ হয়।
অশুভ অবস্থায় দাম্পত্য জীবন সুখী হয় না। আজীবন অবিবাহিত থাকতে পারে খুব বেশি বয়সে বা বিলম্বে বিবাহ হতে পারে স্বামী বা স্ত্রীর শারীরিক বা মানসিক পঙ্গুত্ব থাকতে পারে। অংশি দাড়ি ব্যাপারে দুঃখ ও আশা ভঙ্গ হতে পারে।
অষ্টম ভাবে শুভাবস্থানে হঠাৎ গুপ্ত উপায়ে বা অপ্রত্যাশিত ব্যাপারে অর্থ ও সম্পত্তি পেতে পারে। বহুদিনের আবদ্ধ সম্পত্তি বা অর্থ অপ্রত্যাশিতভাবে ফিরে আসে। আয়ু দীর্ঘ হয়।
অশুভ ভাবে হঠাৎ মৃত্যু হতে পারে। হার্ট অ্যাটাক বা শাস রোধে মৃত্যু হতে পারে। উত্তর অধিকার ব্যাপারে ঝঞ্ঝাট ও আশা ভঙ্গ । আয়ু হ্রাস করে। অনাহার অনিদ্রা পক্ষপাত প্রভৃতি মৃত্যুর পরোক্ষ বা প্রত্যক্ষ কারণ হতে পারে ।অপঘাতে মৃত্যুর আশঙ্কা থাকে।
নবম ভাবে শুভ অবস্থানে ভিন রাজ্যের লোক বা বিধর্মীর সাহায্যে ভাগ্যবৃদ্ধি। অসাধারণ আধ্যাত্মিক জ্ঞান।
অশুভ অবস্থায় সহজ জ্ঞানের অভাব। ভ্রমণের সময় বা বিদেশে ঝঞ্ঝাট বিবাদ হতে পারে। অনেক সময় বাল্য অবস্থায় পিতা বিয়োগ হতে পারে।
দশমভাবে স্থানে শুভ অবস্থানে হঠাৎ অপ্রত্যাশিতভাবে কর্মে বিশেষ উন্নতি ও পদবৃদ্ধি। অনেক সময় গোপন কাজে নিযুক্ত হতে পারে ।কোন নিজ কর্মে উন্নতি হয় ।
অশুভ অবস্থায় অনেক সময় কর্মের ব্যাপারে হঠাৎ অবনতি ঘটে। সহজে পদ বৃদ্ধি পায় না।
একাদশ ভাবে অবস্থানে যোগী বা সন্ন্যাসীর মধ্যে দু চারজন হিতৈষী থাকতে পারে যাদের সাহায্যে উন্নতি ও ভাগ্যবৃদ্ধি ঘটে মুরুব্বির বা ওয়েলিং এর সাহায্যে অর্থাগম ও পদ বৃদ্ধি।
অশুভ অবস্থায় খুব কম লোকের সঙ্গে বন্ধুত্ব হয় বন্ধুর জন্য দুঃখ। নিজেও কোন বন্ধুর কাজে লাগে না
একসময় নিঃসঙ্গ জীবন যাপন করে।
দ্বাদশ ভাবে শুভ অবস্থানে বিদেশি বা বিদেশি ব্যক্তির সাহায্যে প্রতিষ্ঠা অপ্রত্যাশিতভাবে সম্মান, প্রতিষ্ঠা লাভ করে ।
অশুভ ভাবে অদ্ভুত বা অস্বাভাবিক ঘটনায় অবনতি ও দুর্দশা হতে পারে। ছোট ছোট অশান্তি ও ঝঞ্ঝাট এর জন্য কাজ বন্ধ হয়ে যায় ।জীবনের কোন এক সময় বন্ধন এর মধ্যে থাকতে হতে পারে। অপদার্থ ও জড়োপিন্ডের মতো জীবন কাটাতে হয় ।আঘাত বা দুর্ঘটনায় অঙ্গহানি বা অঙ্গ বিকল হতে পারে। কারাবাসের বিশেষ আশঙ্কা থাকে।