How to Improve Jupiter in Astrology
August 25, 2022
How to Improve Jupiter in Astrology
গ্রহদের মধ্যে বৃহস্পতিকে সন্তুষ্ট রাখতে হলে বৃহস্পতিকে ভালোভাবে জানতে হবে। বৃহস্পতি সর্বস্ব শাস্ত্রবিদ 10 অবতারের মধ্যে বৃহস্পতি বামন ।ফর্সা ,দেবতা ইন্দ্র, পুরুষ ,সার্বিক ও বিশাল দেহ বিশিষ্ট। সকল গ্রহদের মধ্যে অগ্রজ বলা হয়। বৃহস্পতি সত্যের অনুসন্ধান ,বৃদ্ধি করা ,জীব সত্যের প্রচার এনার প্রধান কর্ম ।।ধার্মিক বিনয়ী ও ক্ষমাশীল সাম্যবাদী, বৃহস্পতির মধ্যে অহংকার আছে। জ্ঞানের মধ্যে যে অব্যক্ত ভাব (বোঝার ক্ষমতা থাকে )সেটা বোঝাবার চেষ্টা করে। নতুন নিয়ম তৈরি করতে পারে। বৃহস্পতির Charecter P দিয়ে — prospect, Prosperity,Peace, Philosophy, Plain Living. বৃহস্পতির মধ্যে Judgement ক্ষমতা থাকে। Respect দেয় ও Respect নেয়।
বৃহস্পতি ধনু ও মীন রাশির অধিপতি ।সম্পূর্ণ রাশি চক্র ঘুরতে ১২ বছর সময় লাগে। বক্রি হলে ১২০ দিন থাকে। বৃহস্পতিকে দেবগুরু বলা হয়। মানব জীবনের ভাগ্য বৃহস্পতির দ্বারা নিয়ন্ত্রিত হয়। পুনরবসু, বিশাখা ও পূর্বভাদ্রপদ নক্ষত্রের অধিপতি ।কারোর সাথে শুভ ভাবে অবস্থান করলে জাতক শুভ ফল লাভ করে ।
অশুভ বৃহস্পতির অশুভ ফল প্রদান করে থাকে, বকরী হওয়ার আগে ও পরে ২২ দিন স্থির থাকে।
বৃহস্পতি শারীরিক দিক নির্দেশ করে পরিপাকতন্ত্র ,ফুসফুস ,ধমনী
বাকযন্ত্র মেদ মজ্জা, মিষ্টি ইত্যাদি।
বৃহস্পতি রোগ ভোগের মধ্যে নির্দেশ করে হৃদয় যন্ত্রের দুর্বলতা। চোখে ছানি পড়া ,লিভারের সমস্যা, শ্বাস ও স্লেসয়া রোগ, যক্ষা রোগ,মেদ বৃদ্ধি ও ক্যান্সারের মূল নিয়ন্ত্রক কারক গ্রহ।
বৃহস্পতি বৃত্তির দিক থেকে নির্দেশ করে শিক্ষক অধ্যাপক ধর্মযাজক ব্যাংক কর্মচারী, ভালো জ্যোতিষ, বিচারক ইত্যাদি।
লগ্নে বৃহস্পতি অবস্থানে যতই বিপদ হোক না কেন তার থেকে উদ্ধার পাবেই। লেখাপড়া না শিখলেও সহজ জ্ঞান থাকে। ভদ্রভাবে খাবার থাকার পক্ষপাতী কিন্তু বিলাসী নয় ।অশুভ অবস্থায় অপব্যয় সঞ্চয় হয় না। স্ত্রীর পুত্রের কাছ থেকে দুঃখ পায়। দীর্ঘকাল রোগে ভোগে।
দ্বিতীয় অবস্থানে সহজে ও অল্প পরিশ্রমে অর্থ উপার্জন। ধর্মকার্য ফাটকা রেস্ থেকে আয় ।অশুভ অবস্থায় সঞ্চয় হয় না মামলায় অর্থহানি, উপার্জন হবে কিন্তু ব্যয় এর চাপ বেশি হবে।
তৃতিয়ে বৃহস্পতি থাকলে সদা আ লাপি, সৌভাগ্য বৃদ্ধি, আত্মীয়-স্বজনের দিক থেকে লাভ। অশুভ অবস্থানে আত্মম্বরি, হিতাহিত জ্ঞান শূন্য ইত্যাদি।
চতুর্থে থাকলে জীবন সুখে কাটে। মাতার দ্বারা যথেষ্ট লাভবান। শেষ বয়স ভালোভাবে কাটে ।অশুভ অবস্থায় অর্থ সম্পত্তি নষ্ট পারিবারিক ঝামেলা।
পঞ্চমে প্রনয়ের ব্যাপারে লাভ। ভাগ্যবৃদ্ধি মন মত সন্তান। অশুভ অবস্হায় অর্থহীন, দেহ পীড়া ইত্যাদি।
ষষ্ঠে অবস্থানে সুন্দর স্বাস্থ্য। বসের দ্বারা উপকৃত ও জ্ঞানের দ্বারা উন্নতি। অশুভে লিভারে দোষ জীবন শক্তি হ্রাস, হার্ট অ্যাটাকের সম্ভাবনা।
সপ্তমে বিবাদে জয়। বিবাহের পর উন্নতি। বিবাহিত জীবন শান্তিপূর্ণ। অশুভ অবস্থায় বহু ব্যয়। বিবাহে বিলম্ব ও ব্যবসার সম্পত্তি হানি।
অষ্টমে থাকলে দীর্ঘাযু। স্বাভাবিক মৃত্যু অপরের লাভের কারণ হতে পারে। অশুভ অবস্থায় জীবনশক্তি কম, অনেক আশা পূর্ণ হয় না।
নবমে সৌভাগ্যশালী, ভ্রমণে আনন্দ, মামলায় জয়। অশুভ অবস্থানে ভন্ড, ঝঞ্ঝাট ,অশান্তি ধর্মত্যাগের পর অন্য ধর্ম গ্রহণ।
দশমে অবস্থানে সম্মানজনক কাজ। উন্নতির সুযোগ নিজে থেকে আসে। উচ্চ পদ পেতে পারে। অশুভ অবস্থানে উচ্চ বংশে জন্ম হলেও অবনতি ঘটে, ভালো অবস্থা থেকে অবনতি ও দুর্গতি।
একাদশে অবস্থানে বন্ধুর সাহায্যে উন্নতি ও সৌভাগ্য লাভও ভাগ্যবান ব্যক্তিদের সঙ্গে বন্ধুত্ব ।অশুভে ধনী বন্ধুর সাহচাজ্যের ক্ষতি ।বড় বড় সুযোগ আসে কিন্তু পূরণ হয় না।
দ্বাদশ এ অবস্থানে বিনা বাধায় বা সহজ ভাবে উন্নতি। উন্নতির বাধা আপনা থেকে সরে যায়। অশুভ অবস্থানে অতিরিক্ত আরম্ভের জন্য বেশি ব্যয় হয়। মামলায় অর্থনাস সন্তানের জন্য ব্যয় ও ক্ষতি।
এখানে অশুভ অবস্থান বলতে যদি বৃহস্পতি 6,8 ও 12 ভাগের সঙ্গে যুক্ত হয় অথবা অশুভ গ্রহ বা অমিত্র গ্রহদের সঙ্গে অবস্থান বা দৃষ্টি বিনিময় হয় তখন গ্রহটিকে অশুভ বলা হয়। আবার বৃহস্পতি যে নক্ষত্রে অবস্থান করবে তার ফলাফলও বিচার করা প্রয়োজন।
সুতরাং বৃহস্পতিকে সন্তুষ্ট রাখতে গেলে এই সকল দিকগুলি বিচার করার দরকার। এবং প্রতিকারটি যেন কখনোই অশুভ ভাবের সাথে যোগ না করে। বৃহস্পতির জন্য স্বর্ণ ধাতু, পোখরাজ রত্ন কে নির্দেশ করে। সংখ্যা তত্ত্বে বৃহস্পতির সংখ্যা ৩ (তিন)। শুভ বার মঙ্গল বৃহস্পতি ও শুক্র। শুভ রং হলুদ।