Effect of Sun in Astrology By Dr. Jayanta Goswami
October 16, 2022
![Effect of Sun in Astrology](https://i0.wp.com/www.jayantagoswami.in/wp-content/uploads/2022/10/WhatsApp-Image-2022-09-19-at-21.26.12.jpeg?fit=960%2C1280&ssl=1)
Effect of Sun in Astrology By Dr. Jayanta Goswami
জ্যোতিষ শাস্ত্রে রবি গ্রহের শুভ-অশুভ প্রভাব।
রবিকে বলা হয় পিতৃকারক গ্রহ। মাথার চুল পাতলা ।গায়ের রং ফর্সা কিন্তু তামাটে ।চুল লালচেও হয়। চোখ বড় বড় বুদ্ধিদীপ্ত হয় ।উচ্চতা মাঝারি ,ঠোঁট পাতলা হয়, এদের শরীরের চর্বি কম থাকে। এক কথায় রবির জাতকেরা উজ্জ্বল হয়। এদের আত্মমর্যাদা বোধ খুব প্রবল ।উচ্চাকাঙ্ক্ষী, এরা মিথ্যা কথা কম বলে।
সরকারি চাকরি করে অথবা সোনার ব্যবসা, উচ্চ পদ,মন্ত্রী হবার যোগ থাকে। রোগের মধ্যে হাই ফিভার ,মাথার যন্ত্রণা শিরদারার প্রবলেম ,হার্ট প্রবলেম ইত্যাদি।
লগ্নে রবির অবস্থান করলে শুভ ফল জাতকের আত্মমর্যাদা বোধ প্রবল হবে ।
অশুভ ফল জাতক হিতাহিত জ্ঞান কম থাকে, স্বার্থপর হয়।
দ্বিতীয় অবস্থান করলে শুভ ফল জাতক মর্যাদাপূর্ণ, বক্তা, আর্থিক ভাগ্য ভালো হবে পরিবার অভিজাত পূর্ণ হবে।
অশুভ ফল অপমানজনক কথা বলবে লোক দেখানো খরচ করবে।
তৃতীয় অবস্থান করলে শুভ ফল দেবে বড় বড় লোকেদের সঙ্গে যোগাযোগ হবে ।
অশুভ ফল ভাই-বোনদের সঙ্গে সম্পর্ক ভালো হবে না ।মাঝারি ফল অনুকরণ করতে পারে ভালো।
চতুর্থী অবস্থানে শুভ ফল দেবে পিতার দিক থেকে সম্মতি পাবে। সাইন্স নিয়ে পড়তে পারে ।
অশুভ ফল পিতার সম্মতি নিয়ে বিবাদ হতে পারে।
![Effect of Sun in Astrology](https://i0.wp.com/www.jayantagoswami.in/wp-content/uploads/2022/10/WhatsApp-Image-2022-09-19-at-21.26.12-768x1024.jpeg?resize=640%2C853&ssl=1)
পঞ্চমে অবস্থানে শুভ ফল সন্তান খুব মর্যাদা পূর্ণ হয়। জাতকের মানসিকতা উচ্চ হয় ।শেয়ার মার্কেট এ ভালো ফল পাবে ।
অশুভ ফল মানসিকভাবে জাতক বিপর্যস্ত হয় পিতার দিক থেকে বেশি করে। সন্তান মর্যাদা হয়নি কর কাজ করতে পারে।
ষষ্ঠী অবস্থানে শুভফল দেবে জাতক সরকারি জায়গা থেকে লোন পাবে ।
অশুভ ভাবে সরকারি লোন তো করেই না। হার্ট, ব্রেন শিরদাঁড়া প্রবলেম হতে পারে।
সপ্তম এ অবস্থানে শুভ ফল দেবে সোনার ব্যবসা করতে পারে, জাতকের সামাজিক সম্মান ভালো পায় ।জাতকের সেম ক্যাটাগরি পার্টনার পায় ।
অশুভ ভাব বিবাহিত জীবনে ইগো প্রবলেম হয়।
অষ্টম ভাবে অবস্থানে শুভ ফল Nominee সূত্রে অর্থ প্রাপ্তি হবে। অশুভ ফল দেবে সরকারি মহল থেকে ঝুট ঝামেলা হতে পারে।
নবম এ অবস্থানে শুভ ফল দেবে পিতার সাথে সম্পর্ক ভালো হয়, অশুভ ফল পিতা বা বসের সঙ্গে সম্পর্ক খারাপ করে।
দশমভাবে অবস্থানে শুভ ফল সরকারি চাকরি দেয় নাম যশ ভালো হবে।
অশুভ ফল বদনাম আনে, চাকরিতে ছেদ আছে।
একাদশ ভাবে অবস্থানে শুভফলের ক্ষেত্রে সাকসেস লাইভ লিড করে। নামকরা বন্ধু থাকে ।
অশুভ ফলের ক্ষেত্রে জাতকের সাকসেস একটু কম হয়।
দ্বাদশ ভাবে অবস্থানে শুভ কল দেয় জাতকের শত্রু বিলোপ হয় ।
অশুভ ফল রোগের কারণে হসপিটালাইজড হতে হয়।