Astrology Services By Dr. Jayanta Goswami
September 19, 2022
Astrology Services By Dr. Jayanta Goswami
জ্যোতিষ দৃষ্টিভঙ্গিতে পূজোয় ভ্রমন
উৎসবের মরশুম শুরু হয়ে গেছে। বাঙালির শ্রেষ্ঠ পূজা দুর্গা পূজা, তারপর কালীপূজা এবং অন্যান্য পূজা বা উৎসব একের পর এক লেগে থাকবে। উৎসবের সময়কালে মন চায় ঘুরতে বা বেড়াতে এখন আপনার কাছে কোন দিকে যাওয়া যেতে পারে অর্থাৎ উত্তরে যাবেন না দক্ষিনে বা পূর্ব বা পশ্চিমে যাবেন সেটা জ্যোতিষের মাধ্যমে একবার মিলিয়ে নিন।
এখানে প্রথমে আপনার জন্ম নক্ষত্রের উপর দৃষ্টি দেয়া যাক। আপনার জন্ম নক্ষত্র যদি ১ . অশ্বিনী নক্ষত্র হয় তবে আপনার দক্ষিণে যাবার প্রবণতা বেশি থাকবে। ২ .ভরণি নক্ষত্র পশ্চিমে যাবার ইঙ্গিত করে। ৩.কৃত্তিকা পূর্বে ৪. রোহিনী পূর্বে ৫. মৃগশিরা দক্ষিণে ৬. আদ্রা পশ্চিমে ৭. পুনর্বসু উত্তরে ৮. পূর্ষা পূর্বে ৯. অশ্লেষ্মা দক্ষিণে ১০.মঘা পশ্চিমে ১১.পূর্ব ফাল্গুনী উত্তরে ১২. উত্তর ফালগুনী পূর্বে ১৩. হস্তা দক্ষিণে ১৪. চিত্রা পশ্চিমে ১৫. স্বাতী উত্তরে ১৬. বিশাখা পূর্বে ১৭. অনুরাধা দক্ষিণে ১৮. জ্যেষ্ঠা পশ্চিমে ১৯. মূলা উত্তরে ২০. পূর্ব ষ্যার পূর্ব ২১. উত্তরষ্যার দক্ষিণ ২২. শ্রবনা উত্তর ২৩. ধনিষ্ঠা পূর্ব ২৪. শতভিশা দক্ষিণ ২৫. পূর্ব ভাদ্র পদ পশ্চিম ২৬. উত্তরভাদ্রপদ উত্তর ও ২৭ . রেবতী পূর্ব।
অর্থাৎ এইসব জন্ম নক্ষত্রে জাতক বা জাতিকারা, তারা সব সময় ওইসব নির্দিষ্ট দিকে যাবার প্রবণতা থাকবে। এখন দেখতে হবে জাতক বা জাতিকারা কি সময়ের মধ্য দিয়ে চলছেন অর্থাৎ তাদের কি দশা বা অন্তর দশা চলছে ।এই দশা বা অন্তর্দশা তাদের ওই ওই নির্দিষ্ট দিকে নিয়ে যাবার যোগ সৃষ্টি করে।
যেমন রবির দশায় পূর্বে যেহেতু রবি পূর্ব দিক নির্দেশ করে, চন্দ্রের দশায় উত্তর-পশ্চিমে, মঙ্গলের দশায় দক্ষিণে, রাহুল দশায় দক্ষিণ-পশ্চিমে, বৃহস্পতির দশায় উত্তর পূর্বে, শনির দশায় পশ্চিমে, বুধের দশায় উত্তরে, কেতু দশায় দক্ষিণ পশ্চিম কোণে ,শুক্রের দশায় দক্ষিণ পূর্বে ইত্যাদি।
যাত্রার উত্তম নক্ষত্র : অশ্বিনী, মৃগশিরা, পুনবসু ,পুষা ,হস্তা, অনুরাধা , জেষ্ঠ্য, মুলা , ও রেবতী।
যাত্রার মধ্যম নক্ষত্র :রোহিনী, পূর্ব ফাল্গুনী, চিত্রা ,স্বাতী, পূর্ব সারা, শ্রাবনা , ধনীষ্ঠা ,শতভিসা ও পূর্ব ভাদ্রপদ।
যাত্রার অধম নক্ষত্র: ভরণী, কৃতিকা, আদ্রা, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী ,বিশাখা, উত্তরসারা ও উত্তর ভাদ্রপদ ।
পুজো খুব ভালো কাটুক। ভালো থাকবেন আপনারা।