Astrology during Durga Puja 2022

September 29, 2022

Astrology during Durga Puja

Astrology during Durga Puja 2022

জ্যোতিষের আলোকে আগামী পুজোয় জাতক বা *জাতিকার মন পসন্ড কেনাকাটা

প্রত্যেক বছরই পূজো আসে। পুজোর আগে সবার আগে একটি বা দুটি প্রশ্ন আমাদের কাছে বারবার ঘুরে আসে, প্রথম হলো পুজোর কেনাকাটা ও ঘুরতে বা বেড়াতে যাওয়া ।যখন কেনাকাটা নিয়ে আলোচনাতে এসেছি তখন সেই নিয়ে বরং বর্ণনাতে আসলাম।

চেম্বারে বিভিন্ন ধরনের ব্যক্তি আছেন। তারা কি ধরনের স্বভাবের এবং বর্তমানে কিরকম অবস্থায় আছেন সেটা সাধারণত জ্যোতিষীরা তার উপস্থিতির মাধ্যমেই বুঝতে পারেন ।এর উপর ভিত্তি করেই জাতক বা জাতিকারা পূজোর কেনাকাটার উপর কি রকম প্রভাব ফেলবে তা নিয়ে আলোচনা।

১.জাতক কি লগ্নের বা রাশির ব্যক্তি ২ .জাতক বা জাতিকা কি নক্ষত্রের অধিকারী অর্থাৎ কি নক্ষত্রে তার জন্ম ৩. তারা বর্তমানে কি দশা বা অন্তর্দশার মধ্যে দিয়ে চলছেন অর্থাৎ বর্তমান সময়টি কি রকমের ৪. যে জ্যোতিষীরা কৃষ্ণমূর্তি পদ্ধতিতে বিচার করেন তাদের পক্ষে লগ্নের সাবলট বলা সম্ভব জাত বা জাতিকারা কি স্বভাবের ৫. সর্বশেষে বর্তমান গোচর বা ট্রানজিট অনুযায়ী জাতক বা জাতিকার অবস্থান এবং তাদের মনের বা স্বভাবের উপর কি প্রভাব ফেলতে পারে।

বিভিন্ন লগ্নের বা রাশির ব্যক্তিদের কথা ধরা যাক।


মেষ- তারা সাধারণত লাল রং পছন্দ করেন। উদ্যম পরায়ণ এবং একটু নিয়মের বাইরে গিয়ে সব কাজ করতে ভালোবাসেন।


বৃষ – বুদ্ধিমত্তা দিয়ে বিবেচনা, ধার্মিক, লাক্সারি গুডস এবং ফ্যাশনেবল জিনিস পছন্দ করেন।


মিথুন – সবুজ রঙের প্রতি আকর্ষণ। সুন্দর পোশাক তবে সঠিক নির্বাচনে সমস্যা।


কর্কট – সুন্দর এর প্রতি আকর্ষণ অফুরন্ত প্রাণশক্তি হালকা রং ব্যবহার।


সিংহ – নিজের ঔধ্যত্ব্ দিয়ে জিনিস নির্বাচন। দিনের বেলায় কেনাকাটা করতে ভালোবাসে গোলাপি রং ভালোলাগা।


কন্যা – দোকানে গিয়ে মিষ্ট কথাবার্তা ।সুন্দরের প্রতি আকর্ষণ। একটু বেশিক্ষণ ধরে জিনিস নির্বাচন ।অগোছলা ভাব ।সবুজ এবং সাদা রং ব্যবহারে আগ্রহ।


তুলা – প্রচন্ড ফ্যাশন সই জিনিস ভালোলাগা, নতুন জিনিসের প্রতি আগ্রহ, স্টাইলিস্ট জিনিসের প্রতি আগ্রহ। সব রংই ভালোলাগা এবং মানানসই হওয়া দরকার।


বৃশ্চিক: মনের স্থিরতা থাকে না। কেনাকাটায় লাল ও গাড়ো রংয়ের প্রভাব। ধৈর্য না থাকাতে সঠিক জিনিস নির্ধারণের প্রায়শয় ভুল হয়ে যায়।


ধনু- দোকান বা শপ কমপ্লেক্সের ভিতর গিয়ে জিনিস নির্ধারণের মন থাকে না ।যত সম্ভব তাড়াতাড়ি করে কেনাকাটা করা ।তবে যে জিনিসটা কিনবে সেটা কোয়ালিটি অনুযায়ী ও মার্জিত হওয়া চাই।

Astrology during Durga Puja

মকর – মনের স্থিরতা সহকারে কেনাকাটা হতে বাধা ।কালো বা খেয়েরি রঙে প্রভাব পড়বে কেনাকাটায় ।নতুনের প্রতি আকর্ষণ কম থাকে ।মার্জিত জিনিস হওয়া দরকার।

কুম্ভ – ধৈর্য সহকারে জিনিস নির্বাচন। সাধারণত পুরাতন বা ট্রেডিশনাল জিনিসের প্রতি আকর্ষণ। রাতের দিকে কেনাকাটা তে মন ।ঘুরে ঘুরে কেনাকাটা পছন্দ করা। গাঢ় কালার পছন্দ করা।


মীন- একদম মার্জিত ভদ্র জিনিসের প্রতি আগ্রহ ।বাচ্চা ও মহিলাদের জিনিস কেনাকাটায় পারদর্শী। হলুদ ও সাদা রঙের প্রতি আগ্রহ।

ভালো থাকবেন আপনারা। পুজো ভালো কাটুক।

To Book your Appointment with Dr. Jayanta Goswami, take help of Astrology during Durga Puja & live happy with prosperity, Please call 9830691553 for consultation.

Leave a Reply:

Your email address will not be published. Required fields are marked *