Know about Virgo Zodiac Sign By Dr. Jayanta Goswami
February 27, 2023
Know about Virgo Zodiac Sign By Dr. Jayanta Goswami
কে কোন রাশির জাতক বা জাতিকা কিভাবে চিনবেন বা জানবেন
কন্যা রাশি
কন্যা রাশির জাতকেরা একটু লাজুক হলেও নিজের সম্পর্কে সচেতন। সাধারণত কন্যা জাতকেরা লম্বা ও রোগা হয়। কণ্ঠস্বর একটু তীক্ষ্ণ ।এই জাতকেরা জীবনের কঠিন সময়ও অবিচলিত থাকে।
এরা প্রাণবন্ত সর্ব কাজে উদ্যোগী ও বিচার বুদ্ধি সম্পন্ন হয়।
এরা খুব বিচক্ষণ হিসাবি ও নিয়ম শৃঙ্খলা প্রিয় ।অর্থ সঞ্চয়ের দিকে এদের ঝোক থাকে। কিছু অর্থ এরা সন্তর্পনে জমায়। এরা অত্যন্ত সতর্ক। প্রতিটি গুরুত্বপূর্ণ কাজ এ এরা দ্বিতীয়বার দেখে নেয় যাতে ভুল না থাকে। প্রতিটি জিনিসই এরা যথাযথভাবে গুছিয়ে রাখার পক্ষপাতি ।প্রায় এদের পরিবেশের পরিবর্তন ঘটে। এরা অধ্যয়ন প্রিয় হয়। পড়াশোনায় এরা বরাবরই উজ্জ্বল প্রতিভা ।কন্যা জাতকের স্বাস্থ্য মোটামুটি ভালো হয়। বেশি বয়সও এরা সুন্দর স্বার্থের অধিকারী থাকে। বয়সের অনুপাতে এদের অনেক তরুণ দেখায়।
এরা হজমজনিত ও অন্ত জনিত রোগের শিকার হয় । এছাড়া পেটের রোগ হয়। ভিটামিন বি এর অভাব থাকে। কন্যা নির্দেশ করে উদর । এদের জীবনে অনেক উত্থান পতন ঘটে।
রবি মঙ্গল সহায়তায় নিজের নার্সিংহোম থাকতে পারে বা সায়েন্টিফিক ইন্সট্রুমেন্ট এন্ড অ্যাপ্লায়েন্স নিয়ে কাজ করতে পারে ।চন্দ্র যদি সহায়ক হয় তবে শিপিং ডিপার্টমেন্টে অথবা তরল পদার্থ যেমন কেরোসিন পেট্রোল নিয়ে কাজ করতে পারে । মঙ্গল সহায়ক হলে ছাপাখানা বা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে বা মিলিটারিতে কাজ করতে পারে।
বুথ সহায়ক হলে বোকার, বুককিপার একাউন্ট ল ইয়ার ইত্যাদি বিত্তি গ্রহণ করতে পারে বা ভালো সাংবাদিকও হতে পারে ।
শুভ দিন বুধ ও বৃহস্পতি। মঙ্গল ও শনিবার বার শুভ নয়।
বর্ণ সবুজ, সাদা ও হলুদ। লাল ও নীল রং বর্জনীয়।
শুভ সংখ্যা দুই তিন ৫,৬ ও ৭ . শুভ রত্ন পান্না, পোখরাজ ইত্যাদি।