Things to know about Aries Zodiac Sign By Dr. Jayanta Goswami
January 4, 2023
Things to know about Aries Zodiac Sign / কে কোন রাশি জাতক বা জাতিকা কিভাবে চিনবেন বা জানবেন
মেষ রাশি
দেহের গঠন: মেষ জাতকের দেহের গঠন মধ্যম, পেশীবহুল, মেদবহুল নয় ।ঘন কেশ বহুল মাথা। এই জাতকের কর্মশীল উচ্চভিলাসী সাহসী আবেগপ্রবণ ও অস্থির হয়। যদি মেষ রাশি পীড়িত হয় তবে এই জাতকেরা, হঠকারী ও অকারণে কলহ প্রিয় হয়। যদি এই রাশি শুভ যোগ সম্পন্ন হয় তবে এর জাতকেরা সাহসী ও দৃঢ়তা পূর্ণ হয় ।
এদের আকাঙ্ক্ষা হয় উচ্চ এবং এরা উদ্যমী হয়ে থাকে।
মেষ জাতকেরা সকল কাজই উচ্চ স্থান অধিকার করতে চায়। অপরের উপদেশ গ্রহণ করে না। নিজেরা যা ভালো মনে করে তাই করে, কারো অধীনে এরা থাকতে চায় না। এদের প্রবণতা হলো নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের চেষ্টা ও অপরকে তুচ্ছ জ্ঞান করা। এদের সংকল্প ও দুর্বার গতি এই হল মেস জাতকের বৈশিষ্ট্য। প্রচন্ড আত্মবিশ্বাসের সঙ্গে কর্ম সাধনের দক্ষতা। সাংগঠনিক শক্তি ও কোন কিছুতেই আপোষ না করার জেদ এসবের কারণেই এগিয়ে যায় সফলতার জন্য।
অশুভ গ্রহ এই রাশিতে থাকলেও অশান্ত, বৃথা গর্ব ও ঔধত্ত পূর্ণ হয়। তখন অহমবোধ খুব তীব্র হয়। সুপারিটি কমপ্লেক্স এদের গ্রাস করে। সাধারণত মেস জাতকের স্বাস্থ্য ভালো হয়। ছোটখাটো আঘাত এদের লেগেই থাকে। বড় দুর্ঘটনাও ঘটে। মেস নির্দেশ করে মস্তক ।মাথার রোগ মাথায় আঘাত লাগা ,পড়ে যাওয়া প্রচন্ড জ্বর, ফুলে যাওয়া, ম্যালেরিয়া থাম্বসিস এইসব রোগ নির্দেশ করে।
মেস জাতকের প্রচুর বিশ্রাম ও নিদ্রার প্রয়োজন ।ভালো খাদ্য বিশেষ করে শাকসবজি খাওয়া দরকার। মনকষ্ট রোগ ও উত্তেজনা পরিহার করা প্রয়োজন। এরা বেশিদিন রোগ সজ্জায় থাকতে ভালোবাসে না। বেশি ঔষধ উত্তেজক টনিক ও মাংস খাওয়া উচিত নয়। মেষ জাতকেরা টাকা জমাতে পারেনা বা চায়না। তারা চায় প্রচন্ড অর্থ উপার্জন ও ইচ্ছে মতো সেই অর্থ ব্যয় করতে। বেহ হিসেবেই কেনাকাটা অথবা উদ্দেশ্য বিহীন ভাবে অর্থ নষ্ট করা এদের ধর্ম। তারা সবসময় আজকের কথা চিন্তা করে কালকের কথা ভাবে না।
সুন্দর চেহারা এবং সরল সবল চরিত্রের জন্য নারী ও পুরুষকে আকর্ষণ করে সহজেই । স্ত্রী অথবা স্বামী বা প্রণয়ই বা প্রণয়নিকে এরা ভালোবাসার প্রাবল্যে আবেগের তীব্র জোয়ারে ভাসিয়ে নিয়ে যায়। ধারকরেও স্ত্রী বা স্বামীকে খুশি করার পক্ষে মোটেও অস্বাভাবিক নয়। খুশির মেজাজ থাকলেও উদারতা ও ব দান্যতার মাত্রাও ছাপিয়ে যেতে পারে। ক্ষণিকের কথা কাটাকাটি অশান্তি লাগতে পারে ।মেস জাতকেরা তাদের গৃহ সংসার কে ভালোবাসে। সবসময় স্ত্রী পুত্র বা বাবা-মা বা কাকার সঙ্গে থাকতে ভালোবাসে।
গৃহকে পরিচ্ছন্ন রাখতে ভালোবাসে ।আতিথেয়তায় এরা পটু। সাধারণত মেস জাতকেরা সেনা বা সেনা দক্ষ, জাহাজের ক্যাপ্টেন ,প্রতিরক্ষা বিভাগের বা পুলিশের , শৈল চিকিৎসা বা ভারী শিল্পের কারখানা বা যন্ত্রপাতি সংক্রান্ত কাজে যোগ দেয়। বাজির কারখানায়, বোমা তৈরি বা গাড়ি তৈরির কারখানায়, লৌহ জাতীয় দ্রব্যের কাজে যোগ বা জড়িত থাকতে পারে।
শুভ দিন মঙ্গলবার শুক্রবার বা শনিবার।