RAHU EFFECTS IN ASTROLOGY By Dr Jayanta Goswami
December 20, 2022
RAHU EFFECTS IN ASTROLOGY
জাতক জাতিকার উপর রাহুর প্রভাব জ্যোতিষ মতে
লগ্নে, শুভ ভাবে অবস্থানে মাঝে মাঝে ব্যক্তিত্ব প্রকাশ পায়। বিশেষ প্রতিষ্ঠা ও ঐশ্বর্য্য দেয়। বিদঘুটে মনোভাব ।
অশুভ ভাবে আহার বিহারে অত্যাচারের জন্য স্বাস্থ্যহানি ও জীবনশক্তি হ্রাস ।ইচ্ছা থাকলেও কোন কাজ নিয়ম শৃঙ্খলার দ্বারা করতে পারেনা ।নানা প্রকার ভাগ্য বিপর্যয় ।নিজের কোন হাত নেই এমন ঘটনায় জড়িয়ে পড়ে।
দ্বিতীয় ভাগে শুভ অবস্থানে উপার্জন ন্যায় সঙ্গত হয় না। উপার্জনের জন্য গোপনীয়তার আশ্রয় নিতে হয় ।প্রচুর অর্থ দেবে।
অশুভ ভাবে আর্থিক ব্যাপারে অনিশ্চয়তা। এই ব্যাপারে ঝঞ্ঝাট ও বিশৃঙ্খলা হতে পারে ।নিজের জন্য বেশি ব্যয় করে ।
তৃতীয় ভাবে অবস্থানে ছোট ছোট ভ্রমণ। অনেক সময় ভ্রমণের কোন উদ্দেশ্য থাকে না।
অশুভ ভাব এ বুদ্ধি জটিল ও বিপরীতগামী ।ভাই বোন ও আত্মীয়-স্বজনের ব্যাপারে নানা রকম অশান্তি ।কথাবার্তা ভাবভঙ্গির মধ্যে উৎসৃংখল ভাব দেখা যায়। লেখাপড়ার ব্যাপারে বাধা বিঘ্ন ।পরিহাস সহজে বোঝেনা।
চতুর্থভাবে শুভ অবস্থানে বাসগৃহ ও সাজ সজ্জার ব্যাপারে নানা রকম পরিবর্তন ঘটে। শেষ জীবনে প্রচুর ভ্রমণ করতে হয়।
অশুভ ভাবে পারিবারিক ও গৃহস্থালির ব্যাপারে শৃঙ্খলা আনতে পারে না। পর গৃহের বাস। পৈত্রিক বাড়ি ত্যাগ করে দূরে বাস করতে পারে, মাতার জন্য উন্নতিতে বাধা ।পারিবারিক ব্যাপারে শান্তি থাকে না ।এক জায়গায় স্থির হয়ে বাস করা অসম্ভব।
পঞ্চমভাবে শুভাবস্থানে ফাটকা জুয়া লটারিতে লাভ ।অল্প সময়ে বেশি রোজগারের দিকে ঝোঁক। স্নেহ প্রীতির ব্যাপারে আবেগ প্রচন্ড ।
অশুভ অবস্থানে সন্তানের ব্যাপারে দুঃখ ।প্রণয়ের ব্যাপারে আশা ভঙ্গ,ঝঞ্ঝাট ও কেলেঙ্কারির আশঙ্কা। আবেগের জন্য হিস্টোরিয়া বা নার্ভের রোগ হতে পারে ।ব্যভিচার এবং মাদকের দিকে ঝুকি।প্রণয়ের ব্যাপারে বিবেচনার অভাব।
ষষ্ঠভাবে শুভাবস্থানে কাজ কর্মের পরিবর্তন হয়। গুরুপাক দ্রব্য খেতে ভালোবাসে।
অশুভ ভাবে কাজের মধ্যে একটা না একটা গন্ডগোল হবেই। কর্মচারীর মধ্যে চোর প্রতারক বিশ্বাসঘাতক হতে পারে ।বসের দ্বারা প্রতারিত বা ক্ষতিগ্রস্ত হতে পারে।
সপ্তম ভাবে শুভ অবস্থানে গন্ডগোলের মধ্যে বিবাহ। ব্যবসায় ঝামেলার মধ্যে ও অর্থপ্রাপ্তি। পার্টনারশিপ ব্যবসায়ের হঠাৎ বৃদ্ধি।
অশুভ ভাব এ বিয়ের ব্যাপারে বা দাম্পত্য জীবনে নানা রকম গন্ডগোল ও বিশৃঙ্খলা হয়। বিশৃঙ্খলা পরিবেশের মধ্যে বিবাহ হয় ।অনেক সময় বিয়ের সময় ঠিক হয়েও বিয়ে ভেঙে যেতে পারে। বিয়ে না করেও স্বামী স্ত্রীর মতো থাকতে পারে। অংশীদারিতে কাজ করলে প্রতারিত হতে পারে। বিনা কারণে অপরের শত্রু হতে পারে।
অষ্টম ভাবে শুভ অবস্থানে কোন গুপ্ত ব্যাপারে বা গুপ্ত উপায়ে লাভ হয়। অপরের ক্ষতি থেকে প্রচুর লাভ ।
অশুভ অবস্থায় অত্যাচার অবহেলা ও অনিয়ম মৃত্যুর কারণ হতে পারে। দুরারোগ্য বা জটিল বা কুচিকিৎসা বা বিনা চিকিৎসায় মৃত্যু হতে পারে। ভ্রমণের সময় বা বিদেশে বা গন্ডগোলের মধ্যে মৃত্যু হতে পারে। গুপ্ত ব্যাপারে অর্থনাস হবেই।
নবমভাবে শুভ অবস্থানে বহু ভ্রমণ। দূর ও দুর্গম প্রদেশে ভ্রমণ। ভ্রমণের বিশেষ উদ্দেশ্য থাকে। ভাগ্য পরিবর্তনশীল ,ভোগ বাসনা প্রবল। বৈদেশিক ব্যাপারে উন্নতি ও ভাগ্যবৃদ্ধি।
অশুভ অবস্থায় ভ্রমণের নানা বাধা বিপত্তি। স্থান পরিবর্তন দুর্ভাগ্যের কারণ হয়। ভোগের জন্য ভাগ্যহানি। পিতার জন্য দুর্ভোগ হতে পারে। মামলা থেকে অশান্তি ও দুঃখ ।জুয়া, স্ত্রীলোক, মাদকের তীব্র আকর্ষণের জন্য নৈতিক অধপতন থেকে দুঃখ ও দুর্ভোগ ।পিতার অকাল মৃত্যু হতে পারে।
দশমভাবে শুভ অবস্থানে কর্ম ফলের নানা পরিবর্তন কর্মের ব্যাপারে ওঠা পরার মধ্য দিয়ে অগ্রসর হতে হয়। বিদেশে বা দুর্গম স্থানে কাজ করতে হতে পারে। কর্মে পরিবর্তনের দ্বারা উন্নতি ও প্রতিষ্ঠা লাভ কর্তৃত্বপূর্ণ পদ পেতে পারে। বিদেশে বিশেষ সম্মান ও প্রতিষ্ঠা।
অশুভ ভাব এ কর্মের মধ্যে অবাঞ্ছনীয় ও নিন্দনীয় কিছু থাকবেই। কর্ম থেকে অনিশ্চিত আয় এবং মাঝে মাঝে কর্মহীন থাকতে পারে। কোন নিচ কর্মের নিযুক্ত থাকতে পারে। কর্মস্থলে কখনোই শান্তি থাকে না।
একাদশ ভাবে শুভ অবস্থানে আশা-আকাঙ্ক্ষা উঁচু। নিচু ব্যক্তির সাহায্যে লাভ হতে পারে। বন্ধু নির্বাচনে বিশেষ সতর্ক থাকা উচিত।
অশুভ অবস্থায় বন্ধু ভাগ্য ভালো নয়। বন্ধু সঙ্গ থেকে অদ্ভুত ও অপ্রত্যাশিত বিপদ আসে। বন্ধুর জন্য অপব্যয় হয়। কোম্পানি, অ্যাসোসিয়েশন প্রভৃতির ব্যাপারে অদ্ভুত বিপদ আসে ।বিদেশে বা দুর্গম স্থানে বন্ধুর জন্য বিপদ হতে পারে ।যে কোন ব্যাপারে পূর্ণ সাফল্য পাওয়া কঠিন।
দ্বাদশ ভাবে শুভাবস্থানে কোন ব্যক্তির দান বা অন্যায় ভাবে প্রাপ্ত অর্থে ধনী হয়।
অশুভ ভাবে নানা রকম গন্ডগোল বিশৃঙ্খলার ঘটনায় ক্ষতি ও অবনতি। নানা রকম দব্রাদির অপচয়। ভ্রমণ ও পরিবর্তনে অনর্থক ব্যয় ক্ষতি। শত্রুর ষড়যন্ত্রে কলঙ্ক অপবাদ, কর্মহানি অবনতি ও নানারকম বিপদ হতে পারে। অস্থাবর সম্পত্তি চুরি প্রতারণা ও দুর্ঘটনায় নষ্ট হতে পারে। শত্রুর ষড়যন্ত্রে কারাবাস হতে পারে ।অবহেলা, মাদক সেবন প্রকৃতিতে অর্থ সম্পত্তি নষ্টের ফলে অতিহীন অবস্থায় দিন কাটাতে হয়।