SATURN EFFECTS IN ASTROLOGY by Dr. Jayanta Goswami
December 6, 2022
SATURN EFFECTS IN ASTROLOGY by Dr. Jayanta Goswami
জাতক জাতিকার উপর শনির প্রভাব জ্যোতিষ শাস্ত্রমতে
লগ্নে শুভ অবস্থায় অবস্থানে অধ্যবসায় শান্ত ধীর প্রকৃতির। অনেক বাধা বিঘ্ন ও দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যায় ।শেষে বিশেষ প্রতিষ্ঠা পায়।
অশুভ অবস্থায় দুঃখময় জীবন যাপন। সামাজিক প্রতিষ্ঠা প্রায় প্রায় না। দুর্ভাগ্য ও মনো কষ্ট জীবন।
দ্বিতীয় ভাগে শুভ অবস্থায় অবস্থানে কষ্ট ও পরিশ্রমের দ্বারা অর্থ লাভ। একটু কৃপণ স্বভাব । দায়িত্ব কাজ থেকে উপার্জন।
অশুভ অবস্থায় দারিদ্র, আর্থিক ব্যাপারে বা সাফল্যের বাঁধা ও বিঘ্ন।
তৃতীয়ভাবে শুভ অবস্থানে বুদ্ধি গতানুগতিক। কথাবার্তা কাজকর্ম ভাবভঙ্গি সব ব্যাপারে ধীর। বুদ্ধি কুটিল এবং এর দ্বারা অনেক কাজ হাসিল করে।
অশুভ অবস্থায় কপোট। ধর্মজ্ঞান বঞ্চিত ।ভাই বোনের সঙ্গে বনিবানা হয় না। লেখাপড়ায় আগ্রহ কম।
চতুর্থ ভাবে শুভ অবস্থাই নিজের চেষ্টায় অর্থ লাভ বা ঐশ্বর্য শালী বলে পরিচিত হয়।
অশুভ অবস্থায় অসামাজিক প্রকৃতির। সহজে কারো সঙ্গে খাপ খায় না ।একলা থাকতে ভালোবাসে। ঘাড়ে এমন কোন দায়িত্ব বা বোঝা থাকে যা উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায়। পারিবারিক ও নানা প্রকার অসুবিধার মধ্যে বাস করতে হয়। বাসগৃহের মধ্যে স্বাচ্ছন্দ্যের অভাব ।জীবনের কোন না কোন সময় ফৌজদারির ব্যাপারে জড়িত হয়ে অপদস্ত হতে পারে।
পঞ্চমভাবে শুভ অবস্থায় গতানুগতিক কাজে অর্থপ্রাপ্তি। নিজের বুদ্ধির সাহায্যে বিশেষ উন্নতি। লোকশানের ভয় নেই এমন কাজে অর্থ পায়। একটিমাত্র সন্তান থাকার সম্ভাবনা। সহানুভূতির অভাব। সন্তান জনিত চিন্তা, দুঃখ বা বাধা বিঘ্ন। প্রণয় এর বিষয়ে আবেগ থাকে না ।এই ব্যাপারে আশাভঙ্গ হয়ে গভীর নৈরাশ্য জন্মায়।
ষষ্ঠ ভাবে শুভ অবস্থায় নিরামিষ বেশি পছন্দ করে । সংযম, মিতাচার ,উপবাস, প্রভৃতির দ্বারা স্বাস্থ্য ভালো রাখতে পারে ।
অশুভ অবস্থায় পূর্ণ স্বাস্থ্য সুখ কখনো পায় না। অস্বাস্থ্যকর স্থানে বাস। অল্প আহার অনাহার প্রভৃতি স্বাস্থহানীর কারণ ।কোন কাজ নিজের মন মতো হয় না। অপরের অধীনে কাজ করলেও বসের প্রিয় পাত্র হয় না ।কঠিন পরিশ্রম করেও আশানুর ফল পায় না। চির রুগ্ন থাকতে পারে।
সপ্তমভাবে শুভ অবস্থায় স্ত্রী বা স্বামী একনিষ্ঠ এবং গৃহিভাব। স্ত্রী বা স্বামী সমশিল ও কর্তব্য পরায়ণ। দাম্পত্য জীবন শান্তিপূর্ণ ।
অশুভ অবস্থায় বয়স্ক পুরুষ মহিলা সঙ্গে বিবাহ এবং বিবাহে বাধা। শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত দাম্পত্য জীবন দুঃখময়।
অষ্টমভাবে শুভ অবস্থায় আয়ু বৃদ্ধি। নিজের চেষ্টায় বাগান বাড়ি তৈরি করে। টাকা ধার বা অর্থ বিনিয়োগ করে লাভবান হতে পারে।
অশুভ অবস্থায় অংশীদারি বা স্ত্রীর দ্বারা প্রায় ক্ষতিগ্রস্ত হয়। উত্তর অধিকার সূত্র সম্পত্তি পেলে তা নষ্ট হয়ে যায়। আশানুরূপ সম্পত্তি পায় না। বার্ধক্যজনিত মৃত্যু। মৃত্যুর সময় আত্মীয়-স্বজন কাছে থাকে না। এমনকি নির্জনেও মৃত্যু হতে পারে।
নবমভাবে শুভ অবস্থায় রক্ষণশীল আচার ব্যবহার সহজেই ছাড়তে পারে না। নিজের ভাগ্য নিজে সৃষ্টি করে।
অশুভ অবস্থায় মামলায় ঝঞ্ঝাট। ভ্রমণ ক্ষতির কারণ হতে পারে ।গুরু ভাগ্য ভালো নয়, অল্প বয়সে পিতার বা মাতার মৃত্যু হতে পারে।
দশমভাবে শুভ অবস্থায় চেষ্টা পরিশ্রমের দ্বারা উন্নতি। কর্মের ব্যাপারে অপরের সাহায্য পায়। প্রায় আজীবন পরিশ্রম করে যায়। অনেক বাধা বিঘ্নএর পর দেরিতে উন্নতি হয়। বড় দায়িত্বের বোঝা ঘাড়ে থাকে।
অশুভ অবস্থায় জীবন দুশ্চিন্তা বা ঝঞ্ঝাট এর মধ্যে দিয়ে কাটে। উন্নতি হলেও এর অধঃপতন হয় জীবনে কোন এক সময় অবশ্যম্ভাবী।
একাদশ ভাবে শুভ অবস্থায় বৃদ্ধ ব্যক্তি কর্মচারীদের মধ্যে দু-একজন থাকতে পারে। যারা এর মধ্যে বিশ্বস্ত ও হৃতকারী। বন্ধুর দ্বারা দেরিতে সাহায্য পেতে পারে।
অশুভ অবস্থায় বন্ধুদের ব্যবহার প্রায়ই আশা ভঙ্গ ও মনস্তাপের কারণ হয় । সন্তানের ব্যাপারে আশা ভঙ্গ ও মনোকষ্ট।
দ্বাদশ ভাবে শুভ অবস্থায় সঞ্চয় ও সাবধানতার মধ্য দিয়ে অর্থ ও সম্পত্তি করতে পারে। নিজের চেষ্টা ও পরিশ্রমের দ্বারা অনেক ঝঞ্জাট মেটাতে পারে।
অশুভ অবস্থায় উন্নতির পথে বাধা। অতিরিক্ত সঞ্চয় ও কৃপণতার জন্য ক্ষতি ও অবনতি। আলস্য ও অতি সাবধানতার জন্য পতন হতে পারে। বসের অপছন্দের জন্য কর্ম হানী বা উন্নতিতে বাধা। কোনরকম দুর্ঘটনায় আসবাবপত্র বা ব্যক্তিগত সম্পত্তি নষ্ট হতে পারে।