Solution For Gaj Kesari Yog

July 31, 2022

Gaj Kesari Yog

লগ্নের অবস্থান অনুযায়ী গজ কেশোরী যোগের (Gaj Kesari Yog) ফলাফল।

মেষ লগ্নের ক্ষেত্রে চন্দ্র চতুর্থ ভাবের এবং বৃহস্পতি নবম ভাবের অধিপত্য বজায় রাখে। বৃহস্পতি এখানে শুভ কারক গ্রহ । শুভ গজ কেশরী যোগ এক্ষেত্রে সম্পদ, স্বাস্থ্য, শান্তি, সম্মান, আয়ু ও মায়ের সাথে সম্পর্ক স্থাপন করে। অশুভ হলে পারিবারিক শান্তি নষ্ট ও মায়ের সাস্থ্য হানি হয়।

বৃষ লগ্নের ক্ষেত্রে চন্দ্র তৃতীয় ও বৃহস্পতি অষ্টম ভাবের আধিপত্য বজায় রাখে। অশুভ অবস্থান না হলে শুভ ফলই দান করে। অশুভ অবস্থানে এই যোগ তৃতীয় অষ্টম ও একাদশ ভাবের ফলাফল থেকে বিরত হয়।


মিঠুন লগ্নের ক্ষেত্রে চন্দ্র দ্বিতীয় ও বৃহস্পতি সপ্তম ও দশমভাবে শাসনকর্তা ।শুভ গজকেশরী যোগ অর্থ ভাব এবং ব্যবসা ক্ষেত্রে উন্নতিযোগ সৃষ্টি করে। বৃহস্পতি এবং চন্দ্র মকর রাশিতে অবস্থানে শারীরিক সমস্যা সৃষ্টি করে।

কর্কট লগ্নের ক্ষেত্রে চন্দ্র লগ্ন এবং বৃহস্পতি ষষ্ঠ ও নবম ভাবের অধিকার বজায় রাখে। যদি বৃহস্পতি দুর্বল হয় বৃহস্পতি ষষ্ঠ ভাবের অধিকারী হওয়ার জন্য শারীরিক সমস্যা তৈরি করে। কিন্তু নবম ভাবের অধিকারী হওয়াতে উচ্চ পদের অধিকারী হওয়ার যোগ্য থাকে। অশুভ হলে শারীরিক সমস্যা ছাড়াও ঋণগ্রস্থ, ভীরু ও কম কর্ম শক্তি সম্পন্ন হয়।

সিংহ লগ্নের ক্ষেত্রে চন্দ্র দ্বাদশ ঘরের ও বৃহস্পতি অষ্টম ভাবে মালিক। এক্ষেত্রে দুটি ভাবিই অশুভ ।এক্ষেত্রে জাতকের বিদেশে বসবাস, ভ্রমণ ও সন্তানের শিক্ষা ও সমস্যা লেগেই থাকে।

Gaj Kesari Yog

কন্যা লগ্নের ক্ষেত্রে চন্দ্র একাদশ ভাবে ও বৃহস্পতি চতুর্থ ও সপ্তম ভাবের কর্তা ।এক্ষেত্রে শুভ ভাব কিন্তু মারক ভাবও। শুভ গজ কেশরী যোগ অর্থ ও সুখ বড় ভাইয়ের ক্ষেত্রে প্রদান করে, কিছু শারীরিক সমস্যা থাকে । অশুভ
অবস্থায় দাম্পত্য জীবনে অশান্তি ঘরের সমস্যা বন্ধু-বান্ধবের সঙ্গে সম্পর্ক নষ্ট করে।

তুলা লগ্নের ক্ষেত্রে চন্দ্র দশম ঘরের ও বৃহস্পতি তৃতীয় ও ষষ্ঠর মালিক। এক্ষেত্রে বৃহস্পতি অশুভ। শুভ ও গজ কেশরী যোগ চাকরি থেকে উন্নতি ভ্রমণ এবং কনিষ্ঠ এর শুভ অবস্থান নির্দেশ করে। অশুভ অবস্থায় অসম্মান ,কর্তৃত্বের কাছ থেকে সমস্যা শারীরিক সমস্যা নিকট জনের বা মায়ের হয়ে থেকে।

বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি যো গ কারক এবং চন্দ্র নবম ভাবের আধিপত্য বজায় রাখে এবং এটা চমকপ্রদক কাজ করে। সব রকম শুভ ফল দান করে, শুভ অবস্থান ভাগ্যের সহায়ক হিসেবে কাজ করে। যেকোনো প্রকার ঝড়-ঝঞ্ঝাট থেকে দূরে রেখে উচ্চ পর্যায়ের অবস্থান করায়। অশুভ অবস্থান পিতার ও পুত্রের সমস্যা তৈরি করে।

ধনু লগ্নের ক্ষেত্রে চন্দ্রের অবস্থান অষ্টমে যা জ্যোতিষ শাস্ত্রে খুবই অশুভ ভাব। বৃহস্পতির অবস্থান লগ্ন ও চতুর্থ ভাব । শুভ অবস্থানে স্থাপর ও অস্থাবর সম্পত্তিপ্রাপ্তি। হঠাৎ আর্থিক যোগ সৃষ্টি করে। অশুভ অবস্থায় শারীরিক সমস্যা পারিবারিক শান্তি বিঘ্নিত ও সম্পত্তির ক্ষতি দেখা দেয়।

মকর লগ্নের ক্ষেত্রে চন্দ্রের অবস্থান সপ্তমে ও বৃহস্পতির ভাব তৃতীয় ও দ্বাদশঘর কে বোঝায় ।এখানে বৃহস্পতি অশুভ কারক এই লগ্নের ক্ষেত্রে। শুভ গজ কেশরী যোগ ছোটখাটো ভ্রমণ বিদেশে ব্যবসা যদিও পরিবার ও স্ত্রীর অবস্থা খারাপ হয়ে থাকে। অশুভ অবস্থায় বৈবাহিক জীবনে অশান্তি ও ছোট ভাইবোনদের থেকে অশান্তি লেগে থাকে।

কুম্ভ লগ্নের ক্ষেত্রে কর্কট রাশি চন্দ্রের ষষ্ঠভাবকে বোঝায় ও বৃহস্পতি দ্বিতীয় ও একাদশ কে বোঝায় যা সম্পূর্ণরূপে শুভ বোঝায় না। এখানে শুভ গজ কেশরী যোগ কোনভাবেই সাফল্য পায় না ।অশুভ অবস্থায় শারীরিক সমস্যা আর্থিক ক্ষতি ঋণের বোঝা ও পারিবারিক সমস্যা নির্দেশ করে।

মীন লগ্নের ক্ষেত্রে চন্দ্র পঞ্চম এর অধিকারী শুভ ভাবকে বোঝায় ও বৃহস্পতি লগ্ন ও দশমভাবের অধিকারী যা শুভ ভাবকেই নির্দেশ করে। শুভ গজ কেশরী উচ্চপদ, সম্মান ,উন্নত আর্থিক অবস্থা এবং গজ কেশরী যোগের সব ভালো গুনকেই নির্দেশ করে ।অশুভ হলে সন্তানের সমস্যা, অত্যধিক বিশ্বাস, কর্মের সমস্যা ও শারীরিক সমস্যা নির্দেশ করে।

To Book your Appointment with Dr. Jayanta Goswami to take remedies of Gaj Kesari Yog, Please call 9830691553

Leave a Reply:

Your email address will not be published. Required fields are marked *