Business Astrology Prediction by Dr. Jayanta Goswami
July 18, 2022
Business Astrology Prediction by Dr. Jayanta Goswami
ব্যবসা হবার যোগ ও তার সাফল্য
বাস্তব জীবনে জাতক বা জাতিকার কর্মের কথা উঠলেই মনে হয় সে জীবনের চাকরি করবে না ব্যবসা করবে। সেই চাকরি করবে না ব্যবসা করবে তা তার জন্ম কুণ্ডলী বিচার করলে সহজেই বোঝা যায়। আবার অনেকেই এমন আছেন যে তিনি জীবনে চাকরি ও ব্যবসা করেছেন দুটিই করেছেন। সে ক্ষেত্রে তাই কর্মজীবনে প্রবেশ করার আগে জন্মছক বিচার করে জাতকের কর্মপন্থা ঠিক করা যেতে পারে।
জন্ম ছকে দশম ভাব কর্মের স্থান। দশমভাবের সাথে দ্বিতীয়, ষষ্ঠ ভাব যুক্ত হলে জীবন চাকরি নির্দেশ করে ।সে রকম কর্মস্থানের সঙ্গে দ্বিতীয় ও সপ্তম বার যুক্ত হলে ব্যবসা নির্দেশ করে ।আর একাদশ ভাব হল সাফল্য। তাই একাদশ ভাব চাকুরী বা ব্যবসার সঙ্গে যুক্ত হলে সাফল্য নিশ্চিত ।তাই চাকরির ক্ষেত্রে যেমন ষষ্ঠ ভাবকে আসতে হবে তেমনি ব্যবসার ক্ষেত্রে সপ্তম ভাব। এখানে কর্মস্থান যখন দশমভাব, জন্মছকে দশম এর দশমভাব অর্থাৎ সপ্তম ভাব নির্দেশ করে তার বৃত্তি। এই সপ্তম ভাব থেকেই জাতকের ব্যবসার পাটনার ব্যবসায়িক নিজস্বতা অর্থাৎ একা ব্যবসা করবে না পার্টনারশিপে করবে তার হদিস পাওয়া যায়।
তাহলে দেখা যাচ্ছে ব্যবসার ক্ষেত্রে বিচার করতে হবে ২,৭ এবং ১০ ভাবকে ।দ্বিতীয় ভাব কে বলা হয় নিজ গুনে উপার্জন ।সপ্তম ভাব থেকে বোঝা যায় ক্রেতা বা খরিদ্দার এবং ব্যবসায়িক পার্টনার। এই সপ্তম ভাব থেকে বোঝা যায় বা যাদের সঙ্গে ব্যবসা করতে যাচ্ছেন তার স্বভাব বা উদ্দেশ্য। ষষ্ঠ ও সপ্তম ভাগ থেকে আরোও বোঝা যায় ক্রেতা সম্বন্ধে এবং সপ্তম ও দ্বাদশ ভাb থেকে বোঝা যায় বিক্রেতা সম্বন্ধে।
এখানে অবশ্যই দেখা প্রয়োজন যে দশা বা অন্তর দশার মধ্যে দিয়ে আপনি চলেছেন অর্থাৎ যে সময়ের মধ্যে দিয়ে চলেছেন সেটা চাকরিও হতে পারে আবার অন্য দশাতে বা অন্তর্দশাতে ব্যবসাও হতে পারে। বা এক সময় আপনি কর্মহীনও হতে পারেন। একটি সময় আপনি লাভবান হতে পারেন আবার লোকসানেও যেতে পারেন।
সপ্তম ভাবের নক্ষত্র যদি শনি হয় সেক্ষেত্র ব্যবসায়িক মন্দা এবং পার্টনারের কাছ থেকে সুবিধা না পাওয়া বোঝায় ।সপ্তম ভাবেই নির্দেশ করে তার ব্যবসায়িক সাফল্য বা ক্ষতি। মঙ্গল যদি যুক্ত হয় নির্দেশ করে ঝুঁকি নিয়ে ব্যবসা করা , বুধ নির্দেশ করে সকলের সাথে বুদ্ধির সঙ্গে ব্যবসা করা, শুক্র নির্দেশ করে মাথা উঁচু করে মিষ্ঠ স্বভাব রেখে কাজ করা ইত্যাদি।
আবার ব্যবসার কারক গ্রহ যদি পিথিথি রাশিতে অবস্থিত হয়, জাতক ব্যবসায়িক মানসিকতার হয়ে থাকে। এখানে যদি পঞ্চম অষ্টম বা দ্বাদশ ভাব যদি পৃথ্বীরাসিতে পড়ে বা সপ্তম ভাবের কারক গ্রহ একই ওই একই ভাব নির্দেশ করে তবে তিনি ব্যবসায় ক্ষতির শিকার হবেন ।যদি আবার সপ্তম ভাবের সঙ্গে যাবতীয় গ্রহগুলি যদি পঞ্চম, অথবা অষ্টম বা দ্বাদশ এ অবস্থান করে তার ব্যবসা উঠে যাবার সম্ভাবনা দেখা যায়।
তাই আগে থেকে সঠিক জ্যোতিষ পরামর্শ নিয়ে ব্যবসা করা বা মাঝে মাঝে সঠিক পরামর্শ নিয়ে কাজ করলে ক্ষতির সমমুখীন হওয়া থেকে বিরত হওয়া যেতে পারে।