Gaj Kesari yog by Famous Astrologer in Kolkata

June 30, 2022

Famous Astrologer in Kolkata

গজকেশরী যোগ by Famous Astrologer in Kolkata

এই যোগ তৈরি হয় যখন গুরু বৃহস্পতি কেন্দ্রে অবস্থিত হয়ে অর্থাৎ লগ্ন বা চন্দ্র থেকে লগ্নে, চতুর্থে, সপ্তমে বা দশম ঘরে বা ভাবে অবস্থিত হয় এবং অবশ্যই বৃহস্পতির উপর কোন শুভ দৃষ্টি থাকে। এখানে দেখতে হবে যেন কোনোভাবেই বৃহস্পতি দুর্বল হয়ে পড়ে।


গজকেশরী যোগ বেশিরভাগ সময়ই ভুল ভাবে বিশ্লেষণ করা হয়। তার জন্য ফলাফলও ভুলভাবে নির্দেশিত হয়ে থাকে। এই যোগ কখোনই আর্থিক বা ভাগ্যকে শুধু নির্দেশ করে না ।বৃহস্পতি -চন্দ্র বা চন্দ্র- বৃহস্পতির যোগ ভালো হতে পারে যদি এনাদের অবস্থান জন্ম ছকে ভালোভাবে অবস্থিত হয়।


এই যোগ যদি কেন্দ্র ও ত্রিকোন ভাবে অবস্থান করে লগ্ন থেকে তবে শুভ হবে।


যদি বৃহস্পতি দৃষ্টি লগ্নে পতিত হয় তবে এমনিতেই শুভ হবে ।পঞ্চম বা নবম থেকে চন্দ্রের উপর বৃহস্পতির দৃষ্টি এমনিতেই ভাগ্যের সহায়ক হয় । এটা বৃহস্পতির অর্থাৎ গুরুর প্রকৃতি ।এটা কোন যোগ নয় এবং এটাকেই অনেক সময় গজকেশরী যোগ বলে ধরে নেয়া হয়।

সাধারণত চার ভাগে এই যোগ তৈরি হয় ।

Famous Astrologer in Kolkata


বৃহস্পতি – চন্দ্র একে অপরের সঙ্গে যুক্ত অবস্থায়। এ ক্ষেত্রে উক্ত ব্যক্তির ব্যক্তিত্ব এবং বুদ্ধি খুব প্রখর হয় ,দয়ালু হয় কিন্তু চন্দ্র অশুভ হলে ব্যক্তি অস্থির মনের এবং দুর্বল মানসিকতা সম্পন্ন হয়।


কেন্দ্র ভাবেই বিশেষ করে চতুর্থ বা দশমে চন্দ্রের অবস্থান কিছুটা কম শক্তিধর হলেও এই যোগ শুভ কিন্তু এক্ষেত্রে লগ্নের শুভ অবস্থান খুবই জরুরী।


বিপরীত অবস্থায় বৃহস্পতি ও চন্দ্রের অবস্থানে যে যোগ তৈরি হয় সেটা অত্যন্ত শুভ। এক্ষেত্রে বৃহস্পতি বা চন্দ্র একে অপরকে দৃষ্টিপাত করে বিপরীত অবস্থান থেকে। এই দৃষ্টি শুভ হয়।


ডিগ্রী কত ভাবে অবস্থান একটি খুবই জরুরী বিষয় ।যদি দুটি গ্রহ একে অপরের থেকে 0° থেকে 5 ডিগ্রির মধ্যে অবস্থান করে এর ফল খুবই শুভ হয়


ডিগ্রির অবস্থান বাড়লে শুভ ফলের যোগ কমতে থাকে।


এই যোগে যেহেতু বৃহস্পতির ও চন্দের উপর শক্তি বাড়ে বা কম হয় এবং বৃহস্পতি যেন বক্রি না হয় বা চন্দ্র জন্য অশুভ না হয় ।এ ছাড়াও কয়েকটি বিষয়ে গজকেশরী যোগের ক্ষেত্রে বিবেচ্য।


চন্দ্র যেনো ও ষষ্ঠ , অষ্টম বা দ্বাদশ ঘরে অবস্থান না করে ।
নবাংশতে চন্দ্র বৃহস্পতি যেন জন্ম ছকের ষষ্ঠ ও অষ্টম বা দ্বাদশ ঘরে না পরে ।
চন্দ্র যেনো কমপক্ষে রবি থেকে চার ঘর বা ভাবে অবস্থান করে।
চন্দ্র যেন কেমুদ্রুন যোগে অবস্থান না করে ।
চন্দ্র যেন বৃশ্চিক রাশিতে অর্থাৎ নিম্নস্থানে অবস্থান না করে।

To Book your Appointment with Famous Astrologer in Kolkata Dr. Jayanta Goswami please call 9830691553

Leave a Reply:

Your email address will not be published. Required fields are marked *