Remedies of Rahu chandra yog By Dr. Jayanta Goswami
June 9, 2022
Knowledge About Rahu chandra yog
জ্যোতিষ বিদ্যায় রাহু চন্দ্রের যোগ বা গ্রহণযোগ্য ও তার প্রতিকার
রাহু ও চন্দ্রের যোগ সংযোগে বৈদিক জ্যোতিষ এ বলা হয় গ্রহণযোগ ।
জ্যোতিষ বিদ্যায় এই যোগকে খুব খারাপভাবে দেখা হয় । কোন যোগ ই সম্পূর্ণরূপে খারাপ বা ভালো বলা যায় না ।যেমন রাহু ও রবির যোগ রাজনৈতিক জীবনে খুব উচ্চতায় পৌঁছে দিতে পারে। চন্দ্র ও রাহু যোগদের প্রচুর সমর্থক কারণ চন্দ্র জনগণের সঙ্গে যোগাযোগ করায়। চন্দ্র খুব দ্রুত কারক গ্রহ এবং বিলাস কারক। সেই জন্য কোন রাশিচক্রে খুব শক্তিশালী হয়ে
যদি এই যোগ থাকে সেই জাতক-জাতিকা রাজকীয় ও সার্থকভাবে জনগণের সামনে উপস্থিত থাকেন।
চন্দ্র মনের কারক গ্রহ ।সুতরাং যদি কোন ব্যক্তি মনের দিক থেকে দৃঢ হন
তিনি অনেক কঠিন কাজ দ্রুততার সঙ্গে শেষ করেন। অনেক ব্যক্তির ক্ষমতা থাকে উপরে ওঠার কিন্তু মনের কারক গ্রহ চন্দ্র তাকে সাথ দেয় না। সে রকম রাহু জানে কিভাবে কাজটি করতে হবে কারণ রাহু খুব বুদ্ধিমান হয় যদি শুভ ভাবে জন্ম ছকে অবস্থান করে। আবার খারাপ সংযোগ থাকলে জীবনকে দুর্বিষহ করে তোলে।
রাহু সবরকম নিয়ম-শৃঙ্খলা ভাঙতে চায় এবং যখন চন্দ্রের সঙ্গে অবস্থান করে খুবই ক্ষতিকর করে মনের দিক থেকে ।
রাহু অনিয়ন্ত্রিত ইচ্ছা আমাদের মধ্যে দেয় এবং যখন চন্দ্রের সঙ্গে যুক্ত হয় তখন স্বভাব হয়ে ওঠে আবেগপূর্ণ ভারসাম্যহীন। এই ব্যক্তিরা সম্মুখে থাকে, অভিজাত্য পূর্ণ, যৌন জীবন ও আস্তে আস্তে ধ্বংসের দিকে এগিয়ে যায় ।যদি রাহু ও চন্দ্রের যোগ জন্ম ছকে ও নবাংশ উভয়ই থাকে ,সাংসারিক জীবন নষ্ট করে ।
বৃশ্চিক রাশিতে অবস্থান খুবই খারাপ রূপে দেখা হয় বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে।
চন্দ্র রাহু যোগ বা গ্রহণ যোগ মহিলাদের ক্ষেত্রে তার সন্তানের থেকে খুবই যন্ত্রণাদায়ক হয়ে থাকে। কারণ এই যোগের ক্ষেত্রে চন্দ্র অর্থাৎ মা তার সঠিক কর্তব্য সন্তানের সঙ্গে করতে পারেনা। চন্দ্রকে জ্যোতিষে মহিলা হিসেবে গণ্য করা হয় সুতরাং এই যোগ মহিলাদের ক্ষেত্রে বেশি করে প্রভাব বিস্তার করে।
এই যুগের প্রভাবে মানসিক অসুস্থতা দেখা দেয়। কোন জিনিসের প্রতি আসক্তি বাড়িয়ে দেয়।
জীবনসংগ্রাম পূর্ণ ও দুঃখতায় ভরে ওঠে। এর প্রভাবে হতাশ হয়ে ঘুমের ওষুধের ওপর নির্ভরশীল হয়ে ওঠে।
চন্দ্র রাহু যোগ হঠাৎ বিতর্কিত যশ নিয়ে আসতে পারে জীবনে। বিশেষ করে এই যোগ যদি অবস্থান করে বৃষ রাশিতে।
এই ক্ষেত্রে ম্যাজিকের মতো জীবনে ওঠাপড়া আসতে পারে। চন্দ্র রাহুর যোগের মধ্যে চন্দ্র যদি দুর্বল হয় সেক্ষেত্রে মহিলারা অপর ব্যক্তির সঙ্গে খুব তাড়াতাড়ি সম্পর্কে জড়িয়ে পরে। চন্দ্র মহিলা কারক হওয়াতে রাহু সেটি তাড়াতাড়ি গ্রাস করে ।
রাহুল সর্বদায় ক্ষুধার্ত থাকে সুতরাং চন্দ্র রাহু যোগ অসন্তুষ্ট জীবন সম্পর্ক তৈরি করে।
ছন্দ রাহু সংযোগ এর প্রভাব প্রতিটি ভাব বা ঘরের ক্ষেত্রে।
লগ্নে অবস্থান করলে তাদের শৈশব খুব সংঘর্ষপূর্ণ ও খুব বাজে কাটে। খুব তাড়াতাড়ি মিডিয়া বা চিত্তবিনোদনের কাজে যুক্ত হয়। আবার হঠাৎ করে অবসর নিতে হয়। তার প্রভাবে মানসিক অসুখ এর শিকার হতে পারে।
দ্বিতীয় অবস্থান করলে দামি ভান্ডারের প্রতি আসক্তি থাকে। এর থেকে রত্নের প্রতি লোভ এর প্রভাবে দুঃখ নেমে আসে জীবনে ।এইভাবে বৈবাহিক জীবনের পক্ষে শুভ নয়।
তৃতীয় এ এই গ্রহণ যোগ অবস্থানে তার কমিউনিকেশন মিডিয়াতে আসক্তি থাকে। তার সবসময় সম্মুখে থাকার চেষ্টা হয় ।
এই যোগ পারিবারিক বন্ধন ছিন্ন করতে পারে।
চতুর্থ অবস্থানে এই যোগ এর ফলে সম্পত্তি গাড়ির দিকে ঝোঁক থাকে
পারিবারিক সম্পর্ক বিশেষ করে মায়ের সঙ্গে বা স্বামী বা স্ত্রীর সঙ্গে সম্পর্ক বিঘ্নিত হয়।
চন্দ্র রাহুল জুটি পঞ্চমে শেয়ার মার্কেট হঠাৎ টাকাপয়সা রাজনীতি খেলাধুলার প্রতি আকৃষ্ট করে। প্রেমের সম্পর্ক বিঘ্নিত হওয়ার ঝুঁকি থাকে। গর্ভপাত ও সন্তান সম্পর্কিত সমস্যা তৈরি করে।
ষষ্ঠ এ এই যোগ গোপন রোগ তৈরি করে। দুশ্চিন্তা থেকে হতাশা তৈরি করে ।তবে এই যোগের প্রভাবে শত্রুর ওপর প্রভাব ফেলে যা জয় নিশ্চিত করে ।কিন্তু বন্ধু সহকর্মীর সঙ্গে সম্পর্ক নষ্ট করে এবং বারবার চাকুরী পরিবর্তনশীল হয়ে থাকে।
সপ্তমে চন্দ্র রাহুর যোগে একাধিক অংশীদারি তৈরি করে ব্যবসার ক্ষেত্রে ও ব্যক্তিগত ব্যাপারে। দাম্পত্যে তারা কখনো সুখী হয় না একে অপরের থেকে। সঙ্গীর ব্যবহার একদম বিপরীত হয়ে থাকে তার জন্য সর্বদা ঝগড়া ও অশান্তি লেগে থাকে।
অষ্টম এ এই যোগে গোপনীয়তা থাকে একে ব্যবহার ক্ষেত্রে। এই যোগে দুশ্চিন্তা লেগে থাকে ও শরীর স্বাস্থ্য খারাপ হয়। দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। পারিবারিক ঝামেলা লেগে থাকে। তন্ত্র ও গুপ্তবিদ্যায় আগ্রহ দেখা যায়।
নবম ভাবেই এই যোগে দর্শনশাস্ত্রে আগ্রহ দেখা যায়। ধর্মপ্রচারক হন কিন্তু এইভাবে এই যোগ সবচাইতে খারাপ ফল দেয়। হয়তো একটা সময় ব্যক্তিকে জীবনের খুব উচ্চতায় পৌঁছে দেয় কিন্তু অনেক ঘাত প্রতিঘাত এর ফলে জীবনে করুন অবস্থা ডেকে আনে।।
দশমে চন্দ্র রাহু যোগ ব্যক্তিকে অধিনায়ক স্তরে প্রাপ্তি এনে দেয়। যেসব ব্যক্তিগণ জনসংযোগের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে এই যোগে খুবই সাফল্য দেয় যদি রাহু চন্দ্রের অবস্থান শুভ হয় ।
উদাহরণ হিসেবে জাতির জনক মহাত্মা গান্ধীর নাম করা যেতে পারে।
একাদশ ভাবে এই যোগে ব্যক্তিকে হঠাৎ প্রাপ্তি এনে দেয় যা তিনি একদমই আশা করেনা বা যোগ্য বলে বিবেচিত হন না ।
চন্দ্র রাহুর অবস্থান দ্বাদশ এ ব্যক্তি কে ব্যক্তিগত ক্ষেত্রে বেশি আগ্রহ এনে দেয় ।
দ্বাদশ এ চন্দ্রের অবস্থান বৈদিক শাস্ত্রে খুবই খারাপ। জীবনে তারা কখনো সুখী হতে পারেনা। তারা শয্যা সুখ থেকে বা আধ্যাত্মিক দিক থেকে ভারসাম্যহীন হয়ে পড়েন।
রাহু চন্দ্র বা গ্রহণ দোষের কয়েকটি প্রতিকার।
শিবের পুজো করা। শিবের মাথায় দুধ ঢালা শনি ও সোমবার এ। দ্বিতীয়তঃ অতিরিক্ত বিলাসিতা ও সাহচর্য বর্জন করা। তৃতীয় মাতা ও গুরুজনসম মাতৃ কুল কে ভক্তি করা। চতুর্থ মা দূর্গা রাহুর দেবতা। সুতরাং তিনি সকল ভয়, রাগ ,অন্ধকার দূর করেন জীবনের। তার পুজো বা আরাধনা করে এই নক্রথক কে দূর করা। শেষে রাহুর সোস্ত্র বা আঠারো হাজার বার রাহুল মন্ত্র জপ করা।